TRENDING:

Nandigram: নন্দীগ্রামের ৩ স্কুলে রাতের বেলায় এ কী কাণ্ড! হঠাৎ কারা ঘটাল এমন ঘটনা, লক্ষ্যই বা কী?

Last Updated:

Nandigram: সবথেকে বেশি চুরি হয়েছে মহম্মদপুর শিবনারায়ণ শিক্ষা নিকেতনে। বিভিন্ন ফাইল সহ ৭০ হাজার টাকা নগদ চুরি গেছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নন্দীগ্রাম: গভীর রাতে নন্দীগ্রামের মহম্মদপুর শিব নারায়ণ শিক্ষা নিকেতন, কালিচরণপুর দয়াময়ী হাই স্কুল এবং রাজারামচক শিক্ষা নিকেতনে পরপর চুরির ঘটনা ঘটেছে। তিনটি স্কুলের প্রায় লক্ষাধিক টাকা সহ বেশ কিছু ফাইল চুরি গেছে। চুরির ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে নন্দীগ্রাম থানার পুলিশ। তিনটি স্কুলেরই দরজা ভেঙে অফিসে ঢুকে নগদ টাকা সহ বেশ কিছু ফাইল লোপাট করা হয়েছে।
নন্দীগ্রামের স্কুলে চুরি!
নন্দীগ্রামের স্কুলে চুরি!
advertisement

সবথেকে বেশি চুরি হয়েছে মহম্মদপুর শিবনারায়ণ শিক্ষা নিকেতনে। বিভিন্ন ফাইল সহ ৭০ হাজার টাকা নগদ চুরি গেছে। তিনটি স্কুলের চুরির ঘটনায় কারা জড়িত, সে নিয়ে তদন্ত শুরু করেছে নন্দীগ্রাম থানার পুলিশ। একই রাতে পর পর তিনটি স্কুলের চুরির ঘটনাকে ঘিরে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন এলাকার মানুষজন।

আরও পড়ুন: ঢাকা থেকে কলকাতায় আসছিল বাস, ধরল BSF! যা মিলল লাগেজে, হুঁশ উড়ে গেল সকলের

advertisement

এদিকে, পঞ্চায়েত ভোটের আগে আগে শাসক শিবিরে ভাঙন! শুভেন্দুর জেলায় তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান। এগরার পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসে ভাঙন। গুরুত্ব দিতে নারাজ তৃণমূল! এগরার মহেশপুরে বিজেপির কর্মী সম্মেলনে গেরুয়া শিবিরে যোগদান করলেন তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান ও পূর্ত সঞ্চালক সহ দুশোরও বেশি তৃণমূল কর্মী সমর্থকরা। যদিও দলত্যাগীরা আগে থেকেই বিজেপিতে যোগ দিয়েছে বলে তৃণমূল নেতৃত্বের দাবি!

advertisement

আরও পড়ুন: একদিনে ২৫ জনের মৃত্যু! দেশের এই শহরে মৃত্যুঘণ্টা বাজাচ্ছে ঠান্ডা! সঙ্গীন অবস্থা কলকাতারও

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

পূর্ব মেদিনীপুর জেলার এগরা ২ নম্বর ব্লকের সর্বোদয় অঞ্চলের মহেশপুর গ্রামের এগরা চার নম্বর মন্ডলের উদ্যোগে রবিবার বিজেপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সামনেই পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে ঝাঁপাতে চাইছে রাজ্যের প্রধান বিরোধী দল। দলীয় কর্মীদের চাঙ্গা করতে আজকের এই কর্মী সম্মেলন বলে বিজেপি নেতৃত্বের দাবি। সর্বোদয় গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন প্রধান হেনা দাস ও তাঁর স্বামী সর্বোদয় গ্রাম পঞ্চায়েতের পূর্ত সঞ্চালক নন্দদুলাল দাস আজ তৃণমূলের দুর্নীতির অভিযোগ তুলে বিজেপিতে যোগদান করেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nandigram: নন্দীগ্রামের ৩ স্কুলে রাতের বেলায় এ কী কাণ্ড! হঠাৎ কারা ঘটাল এমন ঘটনা, লক্ষ্যই বা কী?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল