আরও পড়ুন: বড় বাঁধেই বাঁচবে কৃষক, খানাকুলে জোরকদমে চলছে কাজ
নতুন প্রজন্মকে নাটকমুখী করতেই সীমান্ত এলাকার নাট্যমেলার আয়োজন করেছিল গোবরাপুরের ‘আরেক থিয়েটার’ নাট্যগোষ্ঠী। সেখানেই বিভিন্ন নাটক দেখতে জড়ো হল বহু মানুষ। এই প্রসঙ্গে আয়োজক নাট্যকর্মী অর্ণব চ্যাটার্জি জানান, এবছর তাঁদের নাট্যমেলার ১১ তম বর্ষ উদযাপন করা হচ্ছে। মূলত মোবাইল ও আধুনিকতার যুগে নতুন প্রজন্মকে নাটকমুখী করে তোলার উদ্দেশ্যেই এই দু’দিনের নাট্যমেলার আয়োজন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
নাট্য মেলার সফল হওয়ায় খুশি উদ্যোক্তারা। সীমান্ত এলাকার বহু মানুষ আছেন যারা নাটক দেখতে ভালোবাসেন। তাঁদের জন্য নানা জায়গা থেকে আসা নাট্য সংস্থাগুলোর প্রযোজনা এদিন মঞ্চস্থ হয়। নাটক শুধু আনন্দের জন্যই নয়, পাশাপাশি সামাজিক শিক্ষাও দানও করে থাকে। নাটকের আবেদন বরাবরই মানুষের মধ্যে আছে। দেখা যাচ্ছে প্রান্তিক এলাকায় নাটকের প্রতি মানুষের ঝোঁক আবার বাড়ছে।
রুদ্রনারায়ণ রায়