থ্যালাসেমিয়া আক্রান্ত সেই তরুণীকে রক্ত দিয়ে প্রাণ বাঁচালেন ক্যানিং থানার সিভিক ভলান্টিয়ার সুরজিৎ ঘোষ। ক্যানিংয়ের দীঘিরপাড় গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর দীঘিরপাড় গ্রামের বাসিন্দা বর্ষা ঘরামী দীর্ঘদিন ধরেই থ্যালাসেমিয়ায় আক্রান্ত।
আরও পড়ুন: ডায়াবেটিসে জীবন বদলে যাবে ১৮০ ডিগ্রি! নতুন ব্রহ্মাস্ত্রেই শিকড় থেকে উপড়ে ফেলবে রোগকে
চিকিৎসকরা জানান সম্প্রতি তাঁকে ৪ ইউনিট রক্ত দিতে হবে। কিন্তু পরিবার মাত্র ১ ইউনিট রক্তই জোগাড় করতে সক্ষম হয়েছিল। এই দিকে রক্তের অভাবে কষ্ট পাচ্ছিল বর্ষা। গত কয়েকদিন ধরে ক্যানিং মহকুমা ব্লাড ব্যাঙ্ক-সহ বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও রক্ত মেলেনি।
advertisement
আরও পড়ুন: সাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা! ফের বৃষ্টিপাত কাঁপাবে? সামনের সপ্তাহেই ঝড়জলের খেলা শুরু
ক্রমেই তাঁর শরীর খারাপ হচ্ছিল। অবশেষে এই খবর শুনে ক্যানিং থানার সিভিক ভলেন্টিয়ার সুরজিতের সঙ্গে রক্তের গ্রুপ মিলে যাওয়ায় তাঁকেই রক্তদানের নির্দেশ দেন আই সি ক্যানিং। তৎক্ষণাৎ ক্যানিং মহকুমা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে গিয়ে রক্ত দেন সুরজিৎ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁরা ব্লাড ডোনারদের একটা ডেটাবেস তৈরি করেছে। যখনই কারও রক্তের প্রয়োজন হয়, তখনই দ্রুত তাঁকে সাহায্য করার চেষ্টা করে এলাকার পুলিশ।
শুধু থানার কর্মীরা নন, এই এলাকার সাধারণ মানুষের সহযোগিতা রয়েছে এই কাজে। নাবালিকার বাড়ির লোকজন ও প্রতিবেশীরা সিভিকের এই মানবিক কাজের প্রশংসায় পঞ্চমুখ।
সুমন সাহা