ভাইরাল ভিডিওতে দেখা যায় চেয়ার পেতে বসে ‘দিদিমণি’। পিছনে লাইন করে দাঁড়িয়ে বিভিন্ন ক্লাসের জনা দশেক ছেলেমেয়ে। তাঁরা কেউ বলছে ‘গুড আফটারনুন, ভাল আছেন ম্যাম!’ গলা শুনে পড়ুয়াদের নাম বলে দিচ্ছেন শিক্ষিকা। হাততালি পড়ছে চটাপট। বোঝা যাচ্ছে, স্কুলের প্রতিটি ছেলেমেয়েকে কেমন নিবিড় ভাবে চেনেন শিক্ষিকা।
আরও পড়ুন- এতদিনে ‘বড়’ হয়েছে বাংলাদেশ! রোহিতের ‘গিফট’ নিয়ে ২০০ পার, আজ লড়াই জমবে!
advertisement
ঘটনাটি দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘির মথুরাপুর ২ ব্লকের বকুলতলা প্রাথমিক বিদ্যালয়ের। এ নিয়ে ওই শিক্ষিকা মোনালিসা রায় জানিয়েছেন, স্কুলের ছেলেমেয়েরা আমার সন্তানের মতো। ক্লাস করানোর পাশাপাশি ওদের সঙ্গে গল্প করি। মনোযোগ দিয়ে ওদের কথা শুনি। তাই পিছন থেকে গলার স্বর শুনেও চিনতে পারি ওদের। এই ঘটনাটি খেলার ছলে পড়ুয়াদের সঙ্গে শিক্ষিকার আন্তরিক সম্পর্কের দিকটি নজর কেড়েছে শিক্ষা আধিকারিকদেরও।
স্কুলটি যে ভাবে পরিচালিত হচ্ছে, তা প্রশংসনীয়। স্কুলছুটের সংখ্যা কমাতে এই প্রবণতা আটকাতে বকুলতলা প্রাথমিক বিদ্যালয় এগিয়ে। আর যার ফলে খুশি অভিভাবক থেকে ছাত্র-ছাত্রী সকলেই।
নবাব মল্লিক