TRENDING:

TMC Leader's Slap Incident: তৃণমূল নেতার হাতে চড় খেয়েছিলেন, এবার সেই সাগরের বিরুদ্ধেই থানায় অভিযোগ

Last Updated:

গত ১৪ জানুয়ারি উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার অন্তর্গত ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের সাইবনা এলাকায় 'দিদির সুরক্ষা কবচ কর্মসূচি'তে 'দিদির দূত' হয়ে পৌঁছেছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণবঙ্গ: 'দিদির সুরক্ষা কবচ' কর্মসূচিতে অভিযোগ জানাতে গিয়ে চড় খেতে হয়েছিল উত্তর ২৪ পরগনার দত্তপুকুরের সাগর বিশ্বাসকে। এবার তাঁর বিরুদ্ধেই দত্তপুকুর থানায় দায়ের হল অভিযোগ।
চ়ড়-কাণ্ড
চ়ড়-কাণ্ড
advertisement

গত ১৪ জানুয়ারি উত্তর ২৪ পরগনার দত্তপুকুর থানার অন্তর্গত ইছাপুর নীলগঞ্জ পঞ্চায়েতের সাইবনা এলাকায় 'দিদির সুরক্ষা কবচ কর্মসূচি'তে 'দিদির দূত' হয়ে পৌঁছেছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তাঁর কাছেই অভিযোগ জানাতে গিয়েছিলেন দত্তপুকুরের ইছাপুরের সাগর বিশ্বাস। অভিযোগ, সেই সময় চূড়ান্ত গালিগালাজ করা হয় সাগরকে। এমনকি, মন্ত্রীর সামনেই নাকি তাঁকে চড় মারেন স্থানীয় এক তৃণমূলনেতা।

advertisement

আরও পড়ুন: স্বামীর মতোই বিমান দুর্ঘটনায় মৃত্য়ু, মাত্র দশ সেকেন্ডের জন্য় স্বপ্নপূরণ হল না কো-পাইলট অঞ্জুর

তৃণমূলের অভিযোগ, ওই সাগর বিশ্বাস বিজেপির মণ্ডল কমিটির সদস্য। যদিও সাগর দাবি করেছিলেন, তিনি স্থানীয় মন্দির কমিটির এক জন সদস্য। মন্ত্রী আসবেন শুনে কমিটির পক্ষ থেকে মন্দির সংক্রান্ত কয়েকটি কথা বলতে তাঁকে পাঠানো হয়েছিল। মন্দির কমিটির অন্য সদস্যরাও ওখানে উপস্থিত ছিলেন। তাঁরা মূলত মন্দিরের সামনের রাস্তা এবং নাটমন্দির নিয়ে তৈরি হওয়া কিছু সমস্যার কথা বলতে গিয়েছিলেন। সাগরের অভিযোগ, হঠাৎ করে কোনও কারণ ছাড়াই তাঁকে মারধর করা হয়।

advertisement

আরও পড়ুন: স্বামীর মতোই বিমান দুর্ঘটনায় মৃত্য়ু, মাত্র দশ সেকেন্ডের জন্য় স্বপ্নপূরণ হল না কো-পাইলট অঞ্জুর

তৃণমূলের অভিযোগ, ঘটনার পরেও এলাকায় উত্তেজনা সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছেন সাগর বিশ্বাস। তাই তা নিয়ে দত্তপুকুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে তৃণমূল।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

জিয়াউল আলম

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
TMC Leader's Slap Incident: তৃণমূল নেতার হাতে চড় খেয়েছিলেন, এবার সেই সাগরের বিরুদ্ধেই থানায় অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল