শুধু নেকড়ে নয় বন্যপ্রাণীর সংখ্যাও বাড়ছে দিন দিন। নেকড়ে, নীলগাই ময়ূর, হরিণ, সজারু, রয়েছে এই জঙ্গলে। নেকড়ের জন্য বিশেষ পর্যবেক্ষণের এর দায়িত্ব দেওয়া হয়েছে বনদফতরের তরফ থেকে বন্যপ্রাণী সংরক্ষণের উইন্স নামে একটি সংগঠনকে। বনদফতরের পক্ষ থেকে জঙ্গলে জঙ্গলে বসানো হচ্ছে ট্র্যাপিং ক্যামেরা।
advertisement
গভীর জঙ্গলে বাসস্থান তাই গড় জঙ্গল ছেড়ে ক্ষেতের ধারে আশ্রয় নিচ্ছে নেকড়ের দল। ট্রাপ ক্যামেরায় ধরা পড়া নেকড়েদের চিত্র। বন দফতরের সঙ্গে পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষণ নজরদারি চালাচ্ছে । কাঁকসার গড় জঙ্গল,মাধাইগঞ্জ, ও লাউদোহায় রয়েছে বহু ধূসর নেকড়ে। মাঝেমধ্যেই লোকালয়ে সেই নেকড়েদের দেখা যায়। লোকালয় থেকে হাঁস,মুরগি ছিনিয়ে নিতেও দেখা যায়।
বনদফতর আর পশ্চিমবঙ্গ বন্যপ্রাণী সংরক্ষণ সংস্থা উইন্স। বন্যপ্রাণী সংখ্যা ও বাড়ছে৷ জঙ্গলে ময়ূর হরিণ ও শেয়ালের সংখ্যা জঙ্গলে প্রতিনিয়ত বাড়ছে। দফতরের তরফ থেকে চলছে বিশেষ নজরদারি। মাঝেমধ্যে লোকালয়ে হানা দেয় নেকড়ের দল৷ আতঙ্কে জঙ্গল এলাকায় বসবাসকারী মানুষ। বন দফতরের তরফ থেকে প্রতিনিয়ত সচেতন করা হয় এলাকায়।
অর্পণ চক্রবর্তী