আক্রান্ত পরিবারের তরফে অভিযোগ জমা পড়লেও পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ । চার দিন হলেও এখনও কেউ গ্রেফতার না হওয়ায় ওই পরিবার এখন কার্যত গৃহবন্দি এবং আতঙ্কিত । পুলিশ সূত্রে খবর ঘটনাটি ঘটেছে ১লা জুন, ওইদিন রাতে বিদ্যুতের কাজের সময় টর্চের আলো মুখে পড়া নিয়ে প্রতিবেশীর সাথে বিবাদ শুরু হলেও তাৎক্ষণিক মিটেও যায়। ওইদিন গভীর রাতে অভিজিৎ দাস, ভাস্কর কর্মকার এবং শিবু কর্মকার নামে তিন যুবক মৃণালের বাড়িতে ব্যাপক হামলা চালায় সন্ধ্যার ঝামেলা নিয়ে কথা বলার নামে করে বাড়িতে ঢুকে সবকিছু ভাঙচুর করে ও পিত পুত্রকে বেধড়ক মারধর করে তারা।এব্যাপারে হাওড়া পুরনিগমের প্রাক্তন মেয়র পারিষদ ও স্থানীয় কাউন্সিলর ভাস্কর ভট্টাচার্যর দাবি, আইন আইনের পথে চলবে। বিশেষভাবে সক্ষম একজনের গায়ে হাত দেওয়া উচিত হয়নি। যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদের কড়া শাস্তির দাবি জানিয়েছেন তিনি এবং আক্রান্তের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন । এই ঘটনা নিয়ে অনেক স্বেচ্ছাসেবী সংস্থার তরফে প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকদের কাছে নালিশ জানিয়েছেন । ঘটনার চারদিন কেটে গেলেও এখনও আক্রমণকারীরা গ্রেফতার না হাওয়ায় ক্ষোভ বাড়ছে এলাকায় ।
advertisement
DEBASHISH CHAKRABORTY