শুধু বাড়িই নয়, ইছাপুরে মনতোষের ‘তৃতীয়’ স্ত্রী-রও হদিশ পেয়েছে পুলিশ ৷ লেনিননগরে মনতোষের নিজের বাড়ি রয়েছে ৷ সেখানে থাকে তার আরেক স্ত্রী লক্ষ্মী দে ৷ ১৯৮৫ সালে লক্ষ্মীকে বিয়ে করে মনতোষ ৷ তাদের একটি ছেলেও রয়েছে ৷ ১৪ বছর আগে বাড়ি ছাড়ে মনতোষ ৷ বাড়ি বিক্রির জন্য স্ত্রী-কে একসময় চাপও দেয় মনতোষ বলে জানা গিয়েছে ৷
advertisement
কয়েকমাসের মধ্যেই বাড়িটা অবশ্য বিক্রি করে দেয় মনতোষের পরিবার ৷ পাশেই এক আত্মীয় সবিতা সরকারের বাড়িতে থাকতে শুরু করে মনতোষরা ৷ সেসময় মনতোষ প্রোমোটিং করত বলে জানা গিয়েছে ৷ ভাল ছেলে হিসেবেই এলাকায় পরিচিত ছিল সে ৷ কিন্তু ২০০৩ সালে আচমকাই সপরিবারে এলাকা ছাড়ে তারা ৷ সঙ্গে যান আত্মীয় সবিতা ও তাঁর স্বামী গোপাল সরকারও ৷
বহুরূপী মনতোষের অবশ্য আরও কীর্তি এখন প্রকাশ্যে আসছে ৷ ইছাপুরেই তার আসল বাড়ি ছিল ৷ দুঃসম্পর্কের আত্মীয় সবিতা সরকারের মেয়েকেই নাকি মনতোষ বিয়ে করে বলে জানা গিয়েছে ৷ খোলাপোতাতে আরেকটি বাড়িতে থাকত মনতোষের স্ত্রী অাফরোজা ৷ তাকে বিয়ে করতেই নাম ভাঁড়ায় মনতোষ ৷ সে সময় তার নাম হয় জিয়ারুল গাজি ৷