পাওয়ার গ্রিড আন্দোলন নিয়ে শান্তি ফেরার লক্ষণ নেই ভাঙড়ে। সমাবেশ করে শক্তি জানান দেওয়ার চেষ্টায় যুযুধান দু-পক্ষ।
আগামী ১৭ জানুয়ারি শহিদ দিবস পালন করবে জমি ও বাস্তুতন্ত্র রক্ষা কমিটি।
জমিরক্ষা কমিটির এদিনের সভায় বামেদের উপস্থিতিতে স্পষ্ট রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা।
পাওয়ার গ্রিডের সমর্থনে রবিবার পালটা সমাবেশ করবে তৃণমূল কংগ্রেস। সেই সমাবেশ পাওয়ার গ্রিডের প্রয়োজনীয়তা বোঝানোর চেষ্টা হবে গ্রামবাসীদের। পাওয়ার গ্রিডের আন্দোলনকে সামনে রেখে রাজনৈতিক জমি দখলের চেষ্টা হচ্ছে। এই আশঙ্কা থেকেই পালটা কৌশল নিচ্ছে তৃণমূল।
advertisement
বৃহস্পতিবার সমাবেশের আগে দফায় দফায় ধরপাকড় চলে। সভায় যোগ দিতে আসার পথে বিভিন্ন জায়গায় গণ-আন্দোলন কর্মীদের আটক করা হয়। রবিবার তৃণমূলের সমাবেশের আগেও পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠার সম্ভাবনা। সেই সম্ভাবনা রুখতেই মোতায়েন থাকছে বাড়তি পুলিশ।