TRENDING:

'জয় বাংলা'র পাল্টা 'চোর চোর', সুকান্ত আসতেই স্লোগানে হঠাৎ উত্তপ্ত দমদম স্টেশন

Last Updated:

বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূল কর্মীদের বাদানুবাদে চাঞ্চল্য ছড়াল দমদম স্টেশন চত্বরে। জানা গিয়েছে, রবিবার বেলা ১২টা ২০ নাগাদ সুকান্ত মজুমদার এসি লোকালে চেপে দমদম স্টেশনে নামেন। স্টেশনে নামার পর বিজেপি কর্মীরা সুকান্ত মজুমদারকে স্লোগান দিয়ে অভিবাদন জানায়। স্টেশনে নামার পর ১০০ মিটার দূরত্বে গিয়ে স্বামীজি বিবেকানন্দের গলায় মাল্যদানও করেন তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দমদম: বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে তৃণমূল কর্মীদের বাদানুবাদে চাঞ্চল্য ছড়াল দমদম স্টেশন চত্বরে। জানা গিয়েছে, রবিবার বেলা ১২টা ২০ নাগাদ সুকান্ত মজুমদার এসি লোকালে চেপে দমদম স্টেশনে নামেন। স্টেশনে নামার পর বিজেপি কর্মীরা সুকান্ত মজুমদারকে স্লোগান দিয়ে অভিবাদন জানায়। স্টেশনে নামার পর ১০০ মিটার দূরত্বে গিয়ে স্বামীজি বিবেকানন্দের গলায় মাল্যদানও করেন তিনি।
বিজেপি-তৃণমূলের দ্বন্দ্বে হঠাৎ শোরগোল দমদম স্টেশনে
বিজেপি-তৃণমূলের দ্বন্দ্বে হঠাৎ শোরগোল দমদম স্টেশনে
advertisement

বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়, বিজেপি কর্মীদের তৃণমূল কর্মীরা মারধর করেছে। এরপরেই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। তৃণমূলের আইএনটিইউসির কর্মীরা জয় বাংলা স্লোগান তোলেন। পাল্টা ‘চোর চোর’ স্লোগান তোলেন বিজেপি কর্মীরাও। উত্তপ্ত হয়ে ওঠে দমদম স্টেশন সংলগ্ন এলাকা। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

advertisement

বিজেপির পক্ষ থেকে সুকান্ত অভিযোগ করেন, তাঁদের মহিলা কর্মীদের গায়ে হাত দিয়েছে তৃণমূল কর্মীরা। এই বলেন অভিযোগ তিনি রেলমন্ত্রীকেও জানাবেন।

অন্যদিকে, তৃণমূলের অভিযোগ সুকান্ত সম্পূর্ণ মিথ্যে বলছেন। রেলের সিসিটিভি রয়েছে তা দেখা হোক বলেও জানানো হয়।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'জয় বাংলা'র পাল্টা 'চোর চোর', সুকান্ত আসতেই স্লোগানে হঠাৎ উত্তপ্ত দমদম স্টেশন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল