বিজেপির পক্ষ থেকে অভিযোগ জানানো হয়, বিজেপি কর্মীদের তৃণমূল কর্মীরা মারধর করেছে। এরপরেই পরিস্থিতি আরও ঘোরালো হয়ে ওঠে। তৃণমূলের আইএনটিইউসির কর্মীরা জয় বাংলা স্লোগান তোলেন। পাল্টা ‘চোর চোর’ স্লোগান তোলেন বিজেপি কর্মীরাও। উত্তপ্ত হয়ে ওঠে দমদম স্টেশন সংলগ্ন এলাকা। ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হলে ঘটনাস্থলে পৌঁছায় রেল পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।
advertisement
বিজেপির পক্ষ থেকে সুকান্ত অভিযোগ করেন, তাঁদের মহিলা কর্মীদের গায়ে হাত দিয়েছে তৃণমূল কর্মীরা। এই বলেন অভিযোগ তিনি রেলমন্ত্রীকেও জানাবেন।
অন্যদিকে, তৃণমূলের অভিযোগ সুকান্ত সম্পূর্ণ মিথ্যে বলছেন। রেলের সিসিটিভি রয়েছে তা দেখা হোক বলেও জানানো হয়।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
August 10, 2025 3:15 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'জয় বাংলা'র পাল্টা 'চোর চোর', সুকান্ত আসতেই স্লোগানে হঠাৎ উত্তপ্ত দমদম স্টেশন