# এবার ডোমকলে EVM লুঠ!ডোমকলের আমিরাবাদে ২০ নং ওয়ার্ডে EVM লুঠের অভিযোগ ৷ একইসঙ্গে গুলি চালানোরও অভিযোগ, এলাকায় উত্তেজনা ৷
#দার্জিলিঙে ১০ নম্বর ওয়ার্ডে ছাপ্পা ভোটের অভিযোগ ৷ একজনকে আটক করল পুলিশ ৷
#পূজালির ৬ নং ওয়ার্ডে উত্তেজনা > গোটা ওয়ার্ডে তাণ্ডব বাইকবাহিনীর ৷ রাস্তায় যত্রতত্র পড়ে বোমা ৷ চলছে ব্যাপক বোমাবাজি ৷ কোথাও পড়ে ব্যাগভরতি বোমা ৷ আতঙ্কে বুথ ছেড়ে ঘরে আশ্রয় নিয়েছেন ভোটাররা ৷ ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী, রয়েছে র্যাফ ৷
advertisement
# পূজালিতে ভোটের লাইনে হাতাহাতি তৃণমূল ও বিজেপি প্রার্থীর ৷ বচসা থেকে হাতাহাতি জড়িয়ে পড়েন দুই প্রার্থী ৷ ৪ নং ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফজলুন হক , ওই ওয়ার্ডের বিজেপি প্রার্থী ধীমান মণ্ডলের মধ্যে ঝামেলা বাঁধে ৷হাতাহাতিতে বুথ চত্বরে উত্তেজনা ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ৷ ফজলুন হক বিদায়ী পুরপ্রধানও ৷
# রায়গঞ্জের ২৩ নং ওয়ার্ডে ফের বোমাবাজি ৷ কলেজ পাড়া প্রাইমারি স্কুলে বোমাবাজি ৷ তৃণমূলের বিরুদ্ধে বুথ দখলের অভিযোগ ৷ বিরোধী এজেন্টদের মারধর ৷ বুথ থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ ৷ আপাতত বন্ধ রয়েছে ভোটগ্রহণ৷
#ডোমকলের ৫ নং ওয়ার্ডে নতুন করে উত্তেজনা ৷ জোট কর্মীদের বিরুদ্ধে বুথ দখলের চেষ্টার অভিযোগ ৷ হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে তাণ্ডব দুষ্কৃতীদের ৷ এলাকায় ব্যাপক বোমাবাজি চালায় দুষ্কৃতীরা ৷ ঘটনাস্থলে গিয়ে ২ জনকে আটক করেছে পুলিশ
#পূজালির ৯ নং ওয়ার্ডে বোমাবাজি ৷ দাসপাড়ায় ১১ নং বুথে ভোট চলাকালীন হামলা ৷ ভোটকেন্দ্রে ব্যাপক ভাঙচুর ৷ তৃণমূলের বিরুদ্ধে ইভিএম, চেয়ার-টেবিল ভেঙে ফেলার অভিযোগ ৷ বন্ধ ভোটগ্রহণ, পুলিশকে ঘিরে বিক্ষোভ ৷
#ডোমকলের ৫ নম্বর ওয়ার্ডে উত্তেজনা ৷ বুথ জ্যামের অভিযোগ সিপিএম কর্মীদের বিরুদ্ধে ৷ শাসক দলের তাড়ায় পালায় কর্মীরা ৷
# ডোমকলের ১২ নম্বর ওয়ার্ডে কং নেত্রী সাওনি সিংহ রায়ের বিরুদ্ধে
EVM ভাঙচুরের অভিযোগ উঠেছে ৷
# পূজালির ৯ নং ওয়ার্ডে নতুন করে উত্তেজনা ৷ চলল গুলি, বুথে ব্যাপক ভাঙচুর ৷ ইভিএম ভাঙচুর করে দুষ্কৃতীরা ৷ মুখে রুমাল বেঁধে দৌরাত্ম্য বাইক বাহিনীর ৷ হাতে ধারালো অস্ত্র, বন্দুক নিয়ে দাপাদাপি ৷ আতঙ্কে ভোটারদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায় ৷ আপাতত বন্ধ রয়েছে ভোটগ্রহণ ৷ বুথ ছেড়ে বাড়ি ফিরে যাচ্ছেন ভোটাররা ৷
# পূজালির ৯ নং ওয়ার্ডে বোমাবাজি ৷ মুখে গামছা বেঁধে জড়ো হয়েছে দুষ্কৃতীরা ৷ এলাকায় বোমাবাজিতে আতঙ্ক ৷
# রায়গঞ্জের ৭ নং ওয়ার্ডে গুলি চালানোর অভিযোগ ৷ নেতাজি শান্তি ক্লাবের সামনে বুথের বাইরে গুলি দুষ্কৃতীদের ৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশের সামনেই গুলি চালায় দুষ্কৃতীরা ৷বুথে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে হুমকি ৷ ফাঁকা বুথে অবাধে চলছে দেদার ‘ছাপ্পাভোট’ ৷
# ডোমকলের ১২ নং ওয়ার্ডে উত্তেজনা ৷ কংগ্রেস বিধায়ক শাওনি সিংহরায়ের ওয়ার্ড ৷ তৃণমূলের বিরুদ্ধেবিরোধী এজেন্টদের হুমকি, বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে ৷ ডোমকল থানার সামনে বুথে উত্তেজনা ৷ আতঙ্কে বুথ ছেড়ে ফিরে গেলেন বহু ভোটার ৷
# রায়গঞ্জের ২৪ নং ওয়ার্ডে ৭২ ও ৭৩ নং বুথে বোমাবাজি ৷ তৃণমূলের বিরুদ্ধে বোমাবাজির অভিযোগ ৷ কলেজপাড়া প্রাইমারি স্কুলে বোমাবাজির কারণে আতঙ্কে লাইন ছেড়ে পালান ভোটাররা ৷ কিছুক্ষণের জন্য বন্ধ হয় ভোটগ্রহণ ৷ ঘটনাস্থলে যায় বিশাল পুলিশবাহিনী ৷ পুলিশি নজরদারিতে ফের শুরু ভোটগ্রহণ ৷
# শাসকদলের বিরুদ্ধে ডোমকলে ৮ নং ওয়ার্ডে মহিলা ভোটারকে ভোটের লাইনে মারধরের অভিযোগ ৷
# ডোমকলের ১৫ নং ওয়ার্ডে নতুন করে উত্তেজনা ৷ মাথায় বন্দুক ঠেকিয়েও ভোটারদের ভয় দেখানোর অভিযোগ ৷ ভোটার কার্ড ছিনিয়ে নেওয়ার চেষ্টা
তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ বিরোধীদের ৷ ‘নিষ্ক্রিয় রয়েছে পুলিশ’, অভিযোগ বিরোধীদের ৷ শেখ আলিপাড়া প্রাথমিক স্কুলের ঘটনা ৷
# রায়গঞ্জের ১৮ নং ওয়ার্ডে রায়গঞ্জ করোনেশন স্কুলে উত্তেজনা ৷ তৃণমূলের বিরুদ্ধে বুথ জ্যামের অভিযোগ ৷ বিরোধী এজেন্টদের হুমকি দিয়ে বুথ থেকে বার করে দেদার ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে ৷ আপাতত ভোটগ্রহণ প্রক্রিয়া বন্ধ রয়েছে ৷ বুথের বাইরে পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের লাঠিচার্জ ৷ বুথ থেকেই আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার ১ ৷
# রায়গঞ্জে ১৮ নম্বর ওয়ার্ডে উত্তেজনা ৷ কংগ্রেস প্রার্থী প্রসেনজিৎ সাহার দাদা মিঠুন সাহাকে আটক ৷
# রায়গঞ্জে ১০ নম্বর ওয়ার্ডেও উত্তেজনা ছড়ায় ৷ শাসক দলের বিরুদ্ধে কয়েকজন ভোটারকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ ৷ মোহনবাটী হাই স্কুলে ছবি তুলতে বাধা দেওয়া হয় সংবাদ মাধ্যমকে ৷
# ডোমকল থেকেই সবথেকে বেশি অশান্তির খবর আসছে ৷ ভোটগ্রহণ শুরু হতে না হতেই ১৬ নম্বর ওয়ার্ডের মামুদপুর ও দক্ষিণনগর গ্রামে ভোটারদের লাইনে বোমাবাজির অভিযোগ ৷ ভয়ার্ত ভোটাররা লাইন ছেড়ে ফিরে যান ৷ ৮ নম্বর ওয়ার্ডে জোট প্রার্থীর এজেন্টকে বুথে ঢুকতে না দেওয়ায় শুরু হয় অশান্তি ৷
# ডোমকলের ১৫ নং ওয়ার্ডে পুলিশের সামনেই তৃণমূল ও জোটসমর্থকদের মারামারি ৷ শেখ আলিপাড়া প্রাথমিক স্কুলের ঘটনা ৷ এমনকি নির্দল প্রার্থীকে মাটিতে ফেলে মারধরের অভিযোগ উঠেছে শাসকদলের বিরুদ্ধে ৷
# শুধু বোমাবাজি নয়, ডোমকলে লক্ষ্ণীনারায়ণপুরের ৮ নম্বর ওয়ার্ডে ভোটারদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে ভয় দেখানোর অভিযোগ ৷
# রায়গঞ্জের ১৫ নং ওয়ার্ডেও জোট প্রার্থী পোলিং এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ ৷ রায়গঞ্জ গার্লস হাই সেকেন্ডারি স্কুলের ভোটকেন্দ্রে শাসকদলের বিরুদ্ধে এই অভিযোগ করেন পোলিং এজেন্ট মমতাজ জাহান ৷
# ডোমকলের ১৭ নং ওয়ার্ডে ইদবাদনগরে প্রাথমিক বিদ্যালয়ে দেরিতে ২০ মিনিট বাদে শুরু ভোটগ্রহণ ৷
# পূজালির দুটি বুথে ৩৩ ও ৩৪ নং বুথে ইভিএম বিকল ৷ আছিপুর প্রাথমিক বিদ্যালয়ের বুথে একটি ইভিএম সারানো হয়েছে ৷ ৩৪ নং বুথের ইভিএম সারানোর কাজ চলছে ৷ আপাতত ওই বুথে বন্ধ ভোটগ্রহণ ৷