TRENDING:

Bengal 6th Phase Poll: কৌশানীকে ঘিরে বিক্ষোভ, উত্তেজনা কৃষ্ণনগর উত্তরে! মুকুল অবশ্য শান্তই

Last Updated:

কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে এবার কৌশানীর প্রতিপক্ষ বিজেপি নেতা মুকুল রায়৷ ফলে এই কেন্দ্রের দিকে নজর রয়েছে সবারই৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকতা: বুথে বুথে ঘুরতে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন কৃষ্ণনগর উত্তর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৌশানী মুখোপাধ্যায়৷ এ দিন সকাল থেকেই নিজের বিধানসভার বিভিন্ন এলাকায় ঘুরছিলেন তৃণমূল প্রার্থী৷ ভীমপুর- চাঁদপুর এলাকার একটি বুথে ঢোকার সময়ই তাঁকে ঘিরে ধরে বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসী এবং বিজেপি সমর্থকরা৷
কষ্ণনগর উত্তরে মুখোমুখি মুকুল- কৌশানী৷
কষ্ণনগর উত্তরে মুখোমুখি মুকুল- কৌশানী৷
advertisement

বিক্ষোভকারীদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী বুথের আশপাশে কাউকেই জড়ো হতে দিচ্ছে না৷ সেখানে তৃণমূল প্রার্থী একাধিক বহিরাগতদের নিয়ে বুথে ঢোকার চেষ্টা করছিলেন৷ যদিও তৃণমূল প্রার্থী পাল্টা দাবি করেন, তাঁর সঙ্গে বহিরাগত কেউ ছিলেন না৷ তাঁর নিরাপত্তাকর্মী এবং সংবাদমাধ্যমের প্রতিনিধিরাই ছিলেন৷

প্রথমে অল্প কয়েকজন বিক্ষোভ দেখালেও পরে বিক্ষোভকারীর সংখ্যা বাড়তে থাকে৷ শেষ পর্যন্ত উত্তেজনা না বাড়িয়ে এলাকা ছাড়েন তৃণমূল প্রার্থী৷ কৌশানী অবশ্য বলেন, 'কারও মনে হয়েছে বিক্ষোভ দেখাবেন, দেখিয়েছেন৷ এই অধিকার সবারই আছে৷ সবাই ভোট দিচ্ছেন, এতেই আমি খুশি৷'

advertisement

কৃষ্ণনগর উত্তর কেন্দ্রে এবার কৌশানীর প্রতিপক্ষ বিজেপি নেতা মুকুল রায়৷ ফলে এই কেন্দ্রের দিকে নজর রয়েছে সবারই৷ তৃণমূলের তারকা প্রার্থী সকাল থেকে বুথে বুথে ঘুরলেও মুকুল রায় সকালের দিকে কয়েকটি বুথে ঘোরার পর নিজের নির্বাচনী কার্যালয়েই ফিরে যান৷

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Debashish Chakraborty

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal 6th Phase Poll: কৌশানীকে ঘিরে বিক্ষোভ, উত্তেজনা কৃষ্ণনগর উত্তরে! মুকুল অবশ্য শান্তই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল