TRENDING:

গুজরাত থেকে উদ্ধার নাবালিকা, চাইল্ড লাইনের সাহায্যে অসাধ্য সাধন

Last Updated:

পরিবারের পক্ষ থেকে ৭ জুলাই হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পালনপুর: গুজরাতের পালানপুর থানা ও চাইল্ড লাইনের সহযোগিতায় হাবরার নাবালিকাকে উদ্ধার করল হাবরা থানা ।
advertisement

জানা গিয়েছে, হাবরা থানার কারো এলাকার ১৭ বছরের নাবালিকা গত ৫ জুলাই তারিখে নিখোঁজ হয়ে যায়৷ পরিবারের পক্ষ থেকে ৭ জুলাই হাবড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার৷ এরপর থেকেই হাবরা থানা ও হাবরা চাইল্ড লাইন খুঁজতে শুরু করে নাবালিকা নাবালিকাকে৷

  ১৯ জুলাই নাবালিকারপরিবারের সঙ্গে যোগাযোগ করে সেই ফোনের টাওয়ার ট্রেস করে পুলিশ জানতে পারে গুজরাটের পালনপুর থানা এলাকায় নাবালিকা রয়েছে৷ এরপর হাবড়া থানার পুলিশ ২৯ তারিখে গুজরাত যায় ও রংপুর থানা পুলিশের সহযোগিতায় নাবালিকাকে উদ্ধার করে।

advertisement

পরিবার সূত্রে জানা যায়, সোশ্যাল সাইটে এক যুবকের সঙ্গে পরিচয় হয় নাবালিকার৷অভিযুক্ত যুবক ইমরান খান নামে একটি ফেক প্রোফাইল খুলে নাবালিকার সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। তার সঙ্গে দেখা করতে বাড়ি থেকে পালায় নাবালিকা৷ যদিও অভিযুক্ত যুবকের আসল নাম কাল পেশা জানা না যাওয়ায় অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
গুজরাত থেকে উদ্ধার নাবালিকা, চাইল্ড লাইনের সাহায্যে অসাধ্য সাধন