ঘটনা জানাজানি হতেই গ্রামবাসীরা ওই মহিলার মাকে খুঁটিতে বেঁধে বেধড়ক মারধর করে। স্থানীয় সূত্রে জানা যায়, সালেহা খাতুন নামে এক কিশোরী বিবাহ বহির্ভূত সম্পর্কের জেরে সদ্যোজাত শিশুর জন্ম দিয়েছিল। বিষয়টি জানাজানি হতেই কঠিন সিদ্ধান্ত নেনয় এই মহিলা। দুধের শিশুকে শ্বাসরোধ করে খুন করে বাড়ির বাথরুমে ফেলে রাখে।
গ্রামবাসীরা খবর পেয়ে বাড়ির মধ্যে চড়াও হয় তার উপর। মারধর শুরু করে। গ্রামবাসীরা কিশোরীর মা জেসমিন বিবিকেও খুঁটিতে বেঁধে গণধোলাই দেয়। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।
advertisement
আরও পড়ুন-বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, শনিবার থেকেই আবহাওয়ার পরিবর্তন! রবি-সোমে বাড়বে দুর্যোগ?
ঘটনার খবর পেয়ে বেলডাঙা থানার পুলিশ মৃত সদ্যোজাত শিশু, অভিযুক্ত কিশোরী সহ তার মাকে উদ্ধার করে নিয়ে যায় পুলিশ। দুইজনকে আটক করে বেলডাঙা থানার পুলিশ। পুলিশের কাছে সদ্যোজাত শিশুকে খুনের কথা স্বীকার করে অভিযুক্ত। অভিযুক্তদের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে আপাতত তাকে পুলিশি হেফাজতেই রাখা হয়েছে। এই ভাবে মা সন্তানকে কী ভাবে খুন করল, সেই প্রশ্নেই স্তব্ধ হয়ে আছে গোটা গ্রাম।