মৃত কিশোর বিপ্লবের বাড়ি মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, পড়াশোনায় অত্যন্ত মেধাবী ছিল সে। তবে তার নেশা ছিল ইউটিউব দেখে নিজে নিজে খেলনা গাড়ি বানানো। বহুবার সে সফলও হয়েছে। কিন্তু আজ শনিবার সেই নির্মাণের কাজ চলাকালীন গাড়িতে বিদ্যুৎ সংযোগ করতে গিয়েই ঘটে বিপত্তি। হঠাৎই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে কিশোর।
advertisement
ইঞ্জিন সারানো হয়েছিল সদ্য! ত্রুটি প্লেনের নয়…১৯ জন মৃত যাত্রীর DNA টেস্টের পর বড় তথ্য ফাঁস!
পরিবারের সদস্যদের নজরে এলে বাড়ির লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নিয়ে যান ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে বিপ্লবের। এই খবরে কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। একমাত্র সন্তানের এমন মর্মান্তিক মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না বাবা-মা। খবর পেয়ে ডোমকল থানার পুলিশও হাসপাতালে পৌঁছে যায়।
স্থানীয় বাসিন্দারা জানান, বিপ্লব খুবই শান্ত এবং প্রতিভাবান ছেলে ছিল। পড়াশোনার পাশাপাশি নিজেই নানা ধরনের বৈদ্যুতিক খেলনা বানাতো। তবে এমন পরিণতি যে অপেক্ষা করছিল, তা কেউ ভাবতেও পারেননি।
এই ঘটনা আবারও মনে করিয়ে দিল, বাড়ির শিশু-কিশোরদের অনলাইন কনটেন্ট দেখার অভ্যাসে নজরদারি কতটা জরুরি। বিশেষ করে বিদ্যুৎ বা প্রযুক্তি-ভিত্তিক কার্যকলাপে প্রয়োজন সাবধানতা ও প্রাপ্ত বয়স্কদের তত্ত্বাবধান।
কৌশিক অধিকারী