জানা গিয়েছে, প্রেমে প্রত্যখ্যাত হয়ে প্রেমিকাকে শাস্তি দিতে চেয়েছিল প্রেমিক। তাই নাবালিকার বাড়িতে ঢুকে প্রেমিকাকে মারধোর করে বলে অভিযোগ। এই অপমান মেনে নিতে পারেনি ওই কিশোরী। অপমানে চরম পথ বেছে নেয় সে। আর এরপরেই এলাকায় উত্তেজনা ছড়ায়। মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। অভিযোগ, ইতিমধ্যেই পলাতক প্রেমিক ও তার বাবা মা। এই ঘটনায় পুলিশের হাতে এখনও পর্যন্ত গ্রেফতার হয়েছেন একজন।
advertisement
পুলিশ সূত্রের খবর, পানিহাটি পুরসভার অন্তর্গত ইন্দিরা নগর এলাকায় ১৬ বছর বয়সী নাবালিকা মাধ্যমিক পরীক্ষার্থীর সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি করতে চেয়েছিল এলাকার যুবক বিদ্যুৎ দাস। কিন্তু প্রেমে রাজি হয়নি ওই নাবালিকা। আর প্রেমে রাজি না হওয়ায় শাস্তি পেতে হল ওই নাবালিকাকে। নাবালিকার বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রেমিক যুবক বিদ্যুৎ দাস ও তাঁর বাবা-মা দিদি মিলে সেই নাবালিকার বাড়ির ভেতর ঢুকে তাঁকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে এবং আত্মহত্যার প্ররোচনাও দেয় বলে অভিযোগ।।অপমান সহ্য করতে না পেরে আত্মঘাতী হয় ওই নাবালিকা।।ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে ইন্দিরা নগর এলাকায়।
নাবালিকার মৃতদেহ আটকে রেখে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা।।ঘটনার পর থেকে অভিযুক্ত প্রেমিক সহ তার বাবা-মা পলাতক।।অভিযুক্তের দিদি মেঘা দাস কে গ্রেফতার করেছে খড়দহ থানার পুলিশ। বাকি অভিযুক্তদের খোঁজে বিভিন্ন জায়গায় তল্লাশি চালাচ্ছে পুলিশ