পুলিশ সূত্রের খবর, হোটেলের একটি তালাবন্ধ রুম থেকে ওই তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। তমলুক থানার রামতারক এলাকায় হলদিয়া-মেচেদা ১১৬ নম্বর জাতীয় সড়কের ধারে একটি হোটেল থেকে তরুণীর মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পেশায় স্কুল শিক্ষিকা ওই তরুণী-খুনে অভিযুক্ত বীরবাহু মান্না নামে এক আত্মীয় যুবক বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করে বলে পুলিশ জানিয়েছে। তাঁকে তমলুক মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ওই যুবকের সঙ্গে খুন হওয়া মহিলার বিবাহবহির্ভূত সম্পর্ক রয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান।
advertisement
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক তাঁর দোষ স্বীকার করেছে। মৃত তরুণীর নাম শ্রাবণী ভুঁইয়া ঘড়া (৩২)। শ্রাবণীর বাড়ি পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানা এলাকায়। তাঁর পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। পাঁশকুড়ার মেচগ্রামে এক বেসরকারি স্কুলের শিক্ষিকা তিনি। গত ২৩ জানুয়ারি সরস্বতী পুজোর দিন তমলুকের রামতারক এলাকার হোটেলে শ্রাবণী ও বীরবাহু ছিলেন বলে জানা গেছে। পূর্ব মেদিনীপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুনকুমার দে জানান, ‘প্রাথমিক ধারনা, হোটেলের ঘরে শ্বাসরোধ করে ওই তরুণীকে খুন করা হয়েছে। এরপর অনুতাপে বা পুলিশের হাত থেকে রক্ষা পেতে অভিযুক্ত যুবক কীটনাশক পান করেছে।’ গোটা ঘটনার পুলিশি তদন্ত শুরু হয়েছে।
