ক্রমশ ঘটনা বাড়তে থাকায়, গোটা গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামবাসীরা প্রথমে নাকোল গ্রাম পঞ্চায়েতে খবর দেয়। সেখান থেকে বনদফতরে খবর দেওয়া হয়। বৃহস্পতিবার বনদফতরের কর্মীরা ওই গ্রামে গিয়ে প্রায় সাত-আটটি মাকড়সা ধরে সদর দফতরে পাঠিয়েছে। তবে বন দফতরের কর্মীরা ওই মাকড়সা সম্পর্কে বিশেষ কিছু বলতে পারেনি। বন দফতরের পক্ষ থেকে আব্দুল কালাম বলেন যে, "পরীক্ষার পর সঠিক করে বোঝা যাবে যে এই মাকড়সাগুলি ট্যারেন্টুলা কী না৷" পরীক্ষানিরীক্ষার আগে এই নিয়ে কোনও মন্তব্য করেননি তারা৷ ফলে মাকড়সা পাকড়াও হলেও, পুরোপুরি আতঙ্ক কাটেনি গ্রামবাসীর৷
advertisement
Input- Debashish Chakraborty
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 03, 2021 11:46 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Tarantula in Howrah:ঘরে ঘরে মোটা কালো মাকড়সা! হাওড়ায় নতুন আতঙ্ক এখন ট্যারেন্টুলা