TRENDING:

Suvendu Adhikari Challenges Tapasi Mondal: ২০১৬-তে সিপিএম, একুশে বিজেপি, ছাব্বিশের ভোটের আগে তৃণমূলে তাপসী! পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর

Last Updated:

২০২০ সালের ডিসেম্বর মাসে মেদিনীপুরের যে সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন, সেই সভাতেই বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিলেন তাপসী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হলদিয়া: ২০১৬ সালে তিনি রাজ্য বিধানসভায় প্রথমবার পা রেখেছিলেন হলদিয়ার সিপিএম বিধায়ক হিসেবে৷ পাঁচ বছর পর তিনি যখন ফের বিধায়ক হলেন, তখন তিনি বিজেপিতে৷ আগামী বছর বিধানসভা ভোটে টিকিট পেলে এবং শেষ পর্যন্ত জয়ী হলে তাপসী মণ্ডল হয়তো অনন্য এক নজির তৈরি করবেন৷ সেক্ষেত্রে পর পর তিন বার তিনটি দলের হয়ে বিধায়ক নির্বাচিত হবেন হলদিয়ার বর্তমান বিজেপি বিধায়ক৷
তৃণমূলে যোগ দিয়েই শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তাপসী মণ্ডল৷
তৃণমূলে যোগ দিয়েই শুভেন্দু অধিকারীকে নিশানা করেন তাপসী মণ্ডল৷
advertisement

কারণ সোমবার জল্পনাকে সত্যি করেই তৃণমূলে যোগ দিলেন হলদিয়ার বিধায়ক৷ ঘাসফুলের পতাকা হাতে নিয়ে অবশ্য মুখে তিনি দাবি করেছেন, বিধায়কের টিকিট পাওয়ার জন্য তিনি লালায়িত নন৷ আবার একই সঙ্গে দাবি করেছেন, তৃণমূলে এসে এতদিন হলদিয়ার মানুষের জন্য যে কাজগুলি করতে পারেননি, সেগুলি করতে চান৷

২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়ার হিড়িক শুরু হয়েছিল শাসক দলের বিধায়ক, সাংসদদের৷ সেই দলে নাম লেখান হলদিয়ার বাম বিধায়ক তাপসীও৷ ২০২০ সালের ডিসেম্বর মাসে মেদিনীপুরের যে সভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেন, সেই সভাতেই বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছিলেন তাপসী৷ এ দিন অবশ্য তৃণমূলে যোগ দিয়ে বিরোধী দলনেতাকেই সবথেকে বেশি আক্রমণ করেছেন হলদিয়ার বিধায়ক৷

advertisement

তাপসী অভিযোগ করেন, ‘২০১১ সাল থেকে আমি হলদিয়ায় সিপিএমের কাউন্সিলর ছিলাম৷ তখন এবং তার পর ২০১৬ সালে বিধায়ক হওয়ার পরেও শুভেন্দু অধিকারীর নেতৃত্বেই আমাকে কোনও কাজ করতে দেওয়া হত না৷ আবার ২০২১ সালে যখন বিজেপিতে যোগ দিলাম, তখনও শুভেন্দু অধিকারী কোনও স্বাধীনতা দেননি৷ আমার দলের কর্মীদের জন্য যে আমি কিছু করব, আমার সেই স্বাধীনতাটুকু ছিল না৷হলদিয়ার মানুষ আমাকে পর পর দু বার জিতিয়েছেন৷ মুখ্যমন্ত্রীর অধীনে কাজ করে এবার আমি তাঁদের জন্য কিছু করতে চাই৷’ শুভেন্দুর বিরুদ্ধে বিভাজনের রাজনীতি করার অভিযোগও তুলেছেন তাপসী মণ্ডল৷

advertisement

যদিও তাপসী মণ্ডলকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বিরোধী দলনেতা৷ তাঁর হুঙ্কার, ‘মুকুটমণি অধিকারীকেও দলে নিয়ে লোকসভা ভোটে দাঁড় করিয়েছিল৷ ২ লক্ষ ভোটে হারিয়েছি৷ কৃষ্ণ কল্যাণী, বিশ্বজিৎ দাসদেরও একই অবস্থা হয়েছে৷ হলদিয়া থেকে দাঁড়াক না, ওনাকেও হারিয়ে ছাড়ব৷’

সেরা ভিডিও

আরও দেখুন
টাকা খরচ করে রাজস্থান ছুটতে হবে না! বাংলায় বসেই দেখুন ঐতিহ্যবাহী শিশ মহল
আরও দেখুন

সূত্রের খবর, বেশ কিছুদিন ধরেই হলদিয়া বন্দরের শ্রমিক নিয়োগ নিয়ে বিজেপির মধ্যেই মতবিরোধ তৈরি হয়৷ তাপসী মণ্ডলের সঙ্গে তমলুকের নতুন সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মতবিরোধও তৈরি হয়৷ এর পরই তাপসীর সঙ্গে দলের দূরত্ব তৈরি হচ্ছিল৷ শেষ পর্যন্ত সেই সুযোগকেই কাজে লাগিয়ে বিরোধী দলনেতার জেলায় বিজেপিকে ধাক্কা দিল তৃণমূল৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari Challenges Tapasi Mondal: ২০১৬-তে সিপিএম, একুশে বিজেপি, ছাব্বিশের ভোটের আগে তৃণমূলে তাপসী! পাল্টা চ্যালেঞ্জ শুভেন্দুর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল