২০১৫ সালে ইন্ডিয়ান এয়ারফোর্সের টেকনিক্যাল ডিপার্টমেন্টে কাজ শুরু করে নন্দকুমার ব্লকের মাধবপুর গ্রামের বাসিন্দা বুদ্ধদেব দাস। বেশ কয়েক বছর চন্ডিগড়ে থাকার পর গত দু’বছর হল মহারাষ্ট্রের নাসিককে ইন্ডিয়ান এয়ার ফোর্সের বদলি হয়। গত ১১ মার্চ ছুটিতে বাড়ি এসেছিল। এরপর বাবা মাকে নিয়ে বৃন্দাবনে তীর্থ দর্শনে যান। ছুটি কাটিয়ে বাবা-মাকে বাড়িতে রেখে গত ১ এপ্রিল মহারাষ্ট্রে নাসিকে কাজে যোগদান করেন। তারপর গত ৪ এপ্রিল শেষ কথা হয় বাবা মায়ের সঙ্গে। এরপর থেকে আর যোগাযোগ নেই। ছেলের বন্ধুদের মারফত খবর পায় যে রুম থেকে বেরিয়ে যাওয়ার পর আর রুমে ফেরেনি। এই মর্মে নাসিক থানাতে নাসিক এয়ার ফোর্স-এর পক্ষ থেকে নিখোঁজ অভিযোগও করা হয়।
advertisement
বুদ্ধদেবের বাবা গৌর গোপাল দাস বলেন, ‘আমার ছেলের সঙ্গে শেষ কথা বলেছি গত ৪ এপ্রিল। তারপর থেকে আর কথা হয়নি। আমি মহারাষ্ট্রের নাসিক গিয়েছিলাম সেখানেও পুলিশ কোন সদুত্তর দিতে পারেনি। এক প্রকার খালি হাতে বাড়ি ফিরতে হয়েছে। আমার ছেলে তো দেশ রক্ষা করতে গিয়েছে। আমি দেশের সর্বোচ্চ আধিকারিক-এর কাছে অনুরোধ জানাবো আমার ছেলেকে যেন ফিরিয়ে দেয়। ইতিমধ্যে নাসিক পুলিশ পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সহ সমস্ত জায়গায় খোঁজখবর শুরু করেছে। কবে বাড়ির ছেলে বাড়ি ফিরবে সেই আশায় দিন গুনছে নন্দকুমারের দাস পরিবার।