TRENDING:

Nadia News: ৫ বছর পর ফের শান্তিপুরে চালু হল সাঁতার প্রশিক্ষণ! শুরুতেই একের পর এক ধামাকা অফার, মিস করলে লস

Last Updated:

দীর্ঘ পাঁচ বছর প্রতিক্ষার পর শান্তিপুর পৌরসভার উদ্যোগে আবারও চালু হল সাঁতার প্রশিক্ষণ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: অবশেষে দীর্ঘ পাঁচ বছর প্রতিক্ষার পর শান্তিপুর পৌরসভার উদ্যোগে মতিগঞ্জ পৌর অতিথি নিবাসের পাশে আবারও চালু হল সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র ঝিলমিল। বিগত ২০০৯ সালে তৎকালীন পৌরপিতা প্রয়াত অজয় দের উদ্যোগে সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র চালু হলেও কোভিডের কারণে ২০২০ সালে বন্ধ হয়ে যায়।
advertisement

যদিও তার পরবর্তীতে বর্তমান পুরসভার প্রশাসক থাকার সময় এবং পরবর্তীতে স্থায়ী বোর্ড গঠন হওয়ার পরেও চেয়ারম্যান সুব্রত ঘোষ বেশ কয়েকবার প্রচেষ্টা চালান পুনরায় চালু করার জন্য। কিন্তু টেন্ডার প্রাপক সংস্থার কারণে তা পিছিয়ে যায়। তবে সমস্ত বাধা অতিক্রম করে আজ পুনরায় চালু করা হয় এই সাঁতার প্রশিক্ষণ কেন্দ্র।

আরও পড়ুন: বাংলার পুলিশের কারনামা! ২৪ ঘণ্টার মধ্যেই বাড়ি ফিরল পথভোলা মানসিক ভারসাম্যহীন অসমের বাসিন্দা

advertisement

পৌরসভা সূত্রে জানা গেছে, এপ্রিল থেকে অক্টোবর সিজনের জন্য বিগত দিনে দু হাজার টাকা ভর্তি ফি বাড়ানো হয়েছে মাত্র এক হাজার টাকা। বয়সের সময়সীমা ৫ থেকে ১৪ বাড়িয়ে ৬৫ বছর পর্যন্ত করা হয়েছে। তবে এক্ষেত্রে শিশুদের সঙ্গে মা কিংবা অভিভাবকদের শেখারও সুযোগ রয়েছে। সপ্তাহে তিন দিনের দুটি বিভাগ করা হয়েছে। বিকাল সাড়ে তিনটা থেকে রাত আটটা পর্যন্ত সময়সীমার মধ্যে ৪০ মিনিট করে ছটি স্লটে থাকছেন দুজন মহিলা এবং একজন পুরুষ ট্রেনার।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

প্রায় ২৫০ আবেদনপত্র পৌরসভা থেকে সংগ্রহ করার পরে আজ পর্যন্ত জমা পড়েছে ১৯০ টির কাছাকাছি। তবে বিগত দিনে বন্ধ হয়ে যাওয়ার আগে যারা ভর্তির জন্য আবেদন পত্র জমা দিয়েও ভর্তি হতে পেরেছিলেন না তাদের জন্য এ বছরে ভর্তি ফি নেওয়া হয়নি। এরকম সংখ্যা এখনও পর্যন্ত প্রায় ৮০ জন ভর্তি হয়েছে বলে জানা গেছে। তবে পৌরসভার তত্ত্বাবধানে পুনরায় সাঁতার কেন্দ্রটি চালু হওয়ায় খুশি শান্তিপুরবাসী।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শহীদ ভারতীয় সেনাদের প্রতি শ্রদ্ধা, আবেগে ভাসলেন ১৯৭১-এর যোদ্ধা দেবেন্দ্রনাথ বিশ্বাস
আরও দেখুন

Mainak Debnath

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: ৫ বছর পর ফের শান্তিপুরে চালু হল সাঁতার প্রশিক্ষণ! শুরুতেই একের পর এক ধামাকা অফার, মিস করলে লস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল