TRENDING:

India Bangladesh news: ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপড়েনের মধ্যেই মৎস্যজীবীদের নিয়ে নয়া নির্দেশিকা, মাথায় হাত সকলের

Last Updated:
India Bangladesh news: এবার আন্তর্জাতিক জলসীমানা থেকে ১০ কিলোমিটার ভিতরে মাছ ধরার পরামর্শ দেওয়া হল ভারতীয় মৎস্যজীবীদের। সবার সুরক্ষার স্বার্থে ট্রলারগুলিকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা থেকে অন্তত ৫.৪ নটিক্যাল মাইল ভিতরে মাছ ধরতে বলা হয়েছে। তাতে বিপদ কম থাকবে বলেই মনে করা হচ্ছে।
advertisement
1/5
ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপড়েনের মাঝে মৎস্যজীবীদের নিয়ে নয়া নির্দেশিকা, মাথায় হাত সকলের
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: এবার আন্তর্জাতিক জলসীমানা থেকে ১০ কিলোমিটার ভিতরে মাছ ধরার পরামর্শ দেওয়া হল ভারতীয় মৎস্যজীবীদের। সবার সুরক্ষার স্বার্থে ট্রলারগুলিকে ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমানা থেকে অন্তত ৫.৪ নটিক্যাল মাইল ভিতরে মাছ ধরতে বলা হয়েছে। তাতে বিপদ কম থাকবে বলেই মনে করা হচ্ছে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
advertisement
2/5
গত সোমবার বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর জাহাজের ধাক্কায় একটি ট্রলার ডুবে গিয়েছিল। তারপর থেকে পরিস্থিতি জটিল হতে শুরু করে। এই ঘটনার পর চরম আতঙ্কিত অন্যান্য ট্রলারের মাঝি।
advertisement
3/5
এমন কাণ্ড ঘটে যেতেই নড়েচড়ে বসেছে বিভিন্ন মৎস্যজীবী সংগঠন।বাংলাদেশ উপকূলরক্ষীর এহেন অমানবিক কীর্তি নিয়ে ফুঁসছেন কাকদ্বীপ নামখানার মৎস্যজীবীদের একাংশ।
advertisement
4/5
আন্তর্জাতিক জলসীমার কাছে গিয়ে মাছ ধরতেই ভয় লাগছে মৎস্যজীবীদের। মাছ ধরার ক্ষেত্রে আরও সতর্ক থাকতে হবে, তাঁরা কোন জায়গায় জাল ফেলছেন সেটাও দেখে নিতে হবে।
advertisement
5/5
তবে এবার থেকে আন্তর্জাতিক জল সীমার প্রায় ১০ কিলোমিটার ভিতরে মাছ ধরার পরামর্শ দেওয়া হচ্ছে, যাতে বাংলাদেশের উপকূলরক্ষী বাহিনীর কোনও জাহাজ এদের কাছাকাছি না আসতে পারে। ছবি ও তথ্য: নবাব মল্লিক
বাংলা খবর/ছবি/দক্ষিণবঙ্গ/
India Bangladesh news: ভারত বাংলাদেশ সম্পর্কের টানাপড়েনের মধ্যেই মৎস্যজীবীদের নিয়ে নয়া নির্দেশিকা, মাথায় হাত সকলের
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল