এলাকার কয়েকজনের দাবি নন্দীবাগানে পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের রাস্তায় পরে রয়েছে কার্ড গুলি ৷ খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোলাবাড়ি থানার পুলিশ এসে কার্ড গুলিকে সংগ্রহ করে নিয়ে যায় থানায় ৷ এলাকার সিসিটিভি ফুটেজ দেখে কে বা করা এগুলি ফেলে গিয়েছে তা পরীক্ষা করে দেখা হচ্ছে ৷ তবে পুলিশের দাবি এই কার্ড গুলি বেশ কয়েক বছর আগের কার্ড ৷ কোনোটি ২০১২ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত ইস্যু ডেট রয়েছে | এই কার্ড গুলি এই রাজ্যের কিনা তাও খতিয়ে দেখতে হবে ৷ তবে এই কার্ড উদ্ধার ঘিরে রাজনৈতিক চাপান উতোর শুরু হয়েছে রাজনৈতিক মহলে ৷
advertisement
বিজেপির দাবি কেন্দ্রের দেওয়া গরিবদের জন্য কার্ড রাজ্য সরকার তাদের হাতে না দিয়ে ফেলেরেখে নষ্ট করেছে ৷ যাতে সাধারণ মানুষ কেন্দ্রীয় সরকারের সুযোগ-সুবিধা না পায় ৷ অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, ডুপ্লিকেট ও বাতিল কার্ড নিজেরাই ফেলে রাজনৈতিক ফায়দা নিতে চাইছে | ২০১২ সালে বিজেপির সরকারি ছিল না সেক্ষেত্রে বিজেপি কি করে এই কার্ড গুলি বিজেপি সরকারের কার্ড বলে দাবি করছে ৷
এই ঠুনকো রাজনীতি ও ভাওতা বাজি মানুষ মেনে নেবে না | পুলিশ সঠিক তদন্ত করে বার করুক এই কার্ড রহস্য ৷ পুরো ভোটের আগে এই হেলথ কার্ড রাজনীতি যে তুঙ্গে উঠবে তা বলাই বাহুল্য |
Debasish Chakraborty