পূর্বস্থলী-১ ব্লকের বকপুর অঞ্চলে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বেড়িয়ে দিদির দূত হিসাবে আদিবাসী পরিবারের রান্নাঘরে ঢুকে পড়লেন মন্ত্রী স্বপন দেবনাথ। চেয়ে খেলেন আদিবাসীদের তৈরি পিঠে। সেই সঙ্গে শুনলেন তাঁদের অভাব অভিযোগের কথা। জানতে চাইলেন কীভাবে দিন চলে তাঁদের।তাঁরা সরকারি প্রকল্পের কী কী সুবিধা পাচ্ছেন ও অভাব অভিযোগ কী তা ডায়েরিতে লিপিবদ্ধ করেন। মন্ত্রীকে এভাবে কাছে পেয়ে খুশি এলাকার বাসিন্দারা।
advertisement
আরও পড়ুন : মণ্ডপ ও ঠাকুর দেখার গাইড ম্যাপ প্রকাশিত, কালনায় সরস্বতী পুজো নির্বিঘ্নে কাটাতে তৎপর পুলিশ
পূর্বস্থলী দক্ষিণ বিধানসভার অধীন বগপুর অঞ্চলের দামোদরপাড়া। দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে বেরিয়ে এলাকার বিধায়ক তথা মন্ত্রী স্বপন দেবনাথ দামোদরপাড়া দুর্গাতলা ও প্রাচীন মনসা মন্দিরে পুজো দেন। বৈঠক করেন কর্মীদের সঙ্গে। এরপর তিনি চলে যান আদিবাসীপাড়ার কাঁদরাই হাঁসদার বাড়ি। সেই সময় তাঁর বউমা পূর্ণিমা হাঁসদা কাঠের উনুনে পিঠে তৈরি করছিলেন। মন্ত্রী মশাই ঢুকে যান হেঁশেলে। পিঠে খাওয়ার আবদার করেন। খাটিয়ায় বসে খেজুরের গুড় দিয়ে পিঠে খান। রান্নাঘরে বসেই পরিবার সরকারি প্রকল্পে কী কী সুবিধা পেয়েছেন, কোনও অভাব অভিযোগ আছে কিনা জানতে চান। বিকেল জনসংযোগ সভা ও রাত্রিবাস কর্মসূচি পালন করেন।
আরও পড়ুন : তুঙ্গে থিমের লড়াই, সরস্বতীপুজো উপলক্ষে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রাবাস ও মহিলা হস্টেলগুলিতে সাজো সাজো রব
কাঁদরাই হাঁসদা বলেন, তিনি সরকারি ঘর পেয়েছেন। বউমা লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। তবে পাড়ায় ঢোকার একটি রাস্তা কাঁচা আছে। তা যদি ঢালাই হয় তবে ভাল হয় বলে জানান। মন্ত্রী তখনই পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে ডেকে রাস্তা কেন হয়নি, জানতে চান। কর্মাধ্যক্ষ জানান, রাস্তাটির কাজ শুরু হবে। মন্ত্রী পাড়ায় ঘোরার সময় ১০টি পরিবারের সদস্যরা এসে জানান তাঁরা পাট্টা পাচ্ছেন। ২ ফেব্রুয়ারি বর্ধমানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় তাঁদের হাতে পাট্টা তুলে দেওয়া হবে। মন্ত্রী তাঁদের সভায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করবেন বলে জানান।