রবিবার বেলা বাড়ার সঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়ায় যথেষ্ট শঙ্কিত সুন্দরবনবাসী। সাগরের মুড়িগঙ্গা নদীর জল বাড়ায় কচুবেড়িয়া ভেসেল ঘাট সংলগ্ন রাস্তা জলমগ্ন হয়ে পড়ে। রাস্তায় দাড়িয়ে যায় গাড়ি। এই পরিস্থিতিতে সরকার সাধারণ মানুষের পাশে থাকুন, এমন আর্জি জানালেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷
আরও পড়ুন ১৬ অগাস্ট থেকে নতুন রাজনৈতিক যুদ্ধ শুরু: মমতা বন্দ্যোপাধ্যায়
advertisement
তিনি ট্যুইটে লিখলেন পূর্ণিমার ভরা কোটালের সঙ্গে ভারী বৃষ্টিপাতের কারণে দক্ষিণ ২৪ পরগণা এবং পূর্ব মেদিনীপুর জেলার বেশ কয়েকটি উপকূলীয় এলাকায় বাঁধ ভেঙেছে৷ যার ফলে উপকুলবর্তী গ্রামগুলি প্লাবিত হতে শুরু করেছে। এলাকার বাসিন্দাদের ঘরে জল ঢুকছে ও তারা চরম দুর্ভোগে পড়েছেন। মুখ্যসচিবকে অনুরোধ, স্থানীয় প্রশাসনকে তাদের রবিবাসরীয় ঘুম থেকে জাগিয়ে পীড়িত মানুষের পাশে দাঁড়িয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করতে বলুন।
একই সঙ্গে তিনি একের পর এক অসহায় মানুষের ছবিও তুলে ধরেছেন৷ তাদের কারও ঘরে জল ঢুকেছে, কারও বাড়ির অবস্থা বেহাল৷ একদিকে পায়ের তলায় জল জমেছে, অন্যদিকে মাথার উপর ছাওনিও নেই৷ সঙ্গে অঝোর বৃষ্টিতে নাজেহাল অবস্থা তাদের৷
যদিও প্রশাসনের তরফে সব রকম ব্যবস্থা নেওয়া হয়েছে৷ বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে৷ মৎসজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷ একই সঙ্গে পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে৷ যে সব এলাকা ঝড়-জলে বিপর্যস্ত, সেখান থেকে সাধারণ মানুষকে অনত্র সরিয়ে নেওয়া হচ্ছে৷