TRENDING:

অমিতের সভায় প্রথম বক্তা শুভেন্দু, দলে গুরুত্ব বুঝিয়ে দিল বিজেপি

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মেদিনীপুর; শুভেন্দু অধিকারীকে কতটা গুরুত্ব দেবে বিজেপি? শুভেন্দুর বিজেপি যোগের খবর পাকা হওয়ার পর থেকেই তা নিয়ে যথেষ্ট চর্চা চলছিল রাজ্য রাজনীতিতে৷ শুভেন্দুর বিজেপি-তে যোগের প্রথম দিনেই অবশ্য গেরুয়া শিবির স্পষ্ট করে দিল, নন্দীগ্রামের বিধায়ককে নিয়ে বড় ভাবনা রয়েছে তাঁদের৷
advertisement

সূত্রের খবর, এ দিন মেদিনীপুরে অমিত শাহের সভায় শুভেন্দু অধিকারীই প্রথম বক্তব্য রাখবেন৷ তাঁকে এই সুযোগ করে দিয়েই বিজেপি স্পষ্ট করে দিল, তারা শুভেন্দুকে কতটা গুরুত্ব দিতে চলেছে৷ তৃণমূল থেকে যে নেতারা এ দিন বিজেপি-তে যোগদান করছেন, তাঁদের মধ্যে একমাত্র শুভেন্দু অধিকারী থাকবেন মূল মঞ্চে৷ শুভেন্দুর হাতে দলীয় পতাকা তুলে দেবেন অমিত শাহ৷ মঞ্চে তাঁকে স্বাগত জানাবেন মুকুল রায়৷ সভায় সবশেষে বক্তব্য রাখবেন অমিত শাহ৷

advertisement

এ দিন শুভেন্দু অধিকারীর সঙ্গে বেশ কয়েকজন তৃণমূল এবং অন্যান্য দলের বিধায়ক বিজেপি-তে যোগদান করতে পারেন বলে খবর৷ শুভেন্দু ঘনিষ্ঠ মহলে ইঙ্গিত দিয়েছেন, আজকের সভা থেকেই সরাসরি পুরোন দলের বিরুদ্ধে মুখ খুলতে পারেন তিনি৷

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

Abir Ghosal

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অমিতের সভায় প্রথম বক্তা শুভেন্দু, দলে গুরুত্ব বুঝিয়ে দিল বিজেপি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল