পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে নন্দীগ্রামে ৩৬০০ বুথ কর্মীকে নিয়ে রবিবার কর্মী সম্মেলনের আয়োজন করেছিল বিজেপি। এই কর্মী সম্মেলনের মূল বক্তা ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। নিজের বক্তব্য পেশ করার সময়ই শাসক দল তৃণমূল কংগ্রেসকে পঞ্চায়েত ভোটে উৎখাত করার ডাক দিয়ে পঞ্চায়েত ভোটের ফলাফলে তৃণমূলকে শূন্য দিয়ে নন্দীগ্রামের ১৭টি পঞ্চায়েতই যে বিজেপির দখলে থাকবে তা জোর গলায় দাবি করেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি পঞ্চায়েতের প্রতিটি বুথকে বিজেপির দুর্গ করে তুলতে হবে, এই বার্তা দিয়ে এদিনের সভামঞ্চ থেকে শুভেন্দু ঘোষণা করেন যে, পঞ্চায়েত ভোটের প্রচারে গ্রামে গ্রামে গাড়ি করে নয়, পঞ্চায়েত ভোটে বাইক ও টোটো চড়ে ঘুরবেন তিনি।
advertisement
কুণাল ঘোষের চাটাই বৈঠক নিয়েও কটাক্ষ করেন শুভেন্দু। বললেন, 'যত চাটাই সভা হবে , নন্দীগ্রামে ততোই ওরা ছাঁটাই হবে'। কর্মী সম্মেলনে বক্তব্য রাখার সময় বিরোধী দলনেতা শুভেন্দুর হুঁশিয়ারি, 'প্রধানমন্ত্রী আবাস যোজনায় যদি প্রকৃত গরীব মানুষজন বাড়ি না পেয়ে শাসক দল ঘনিষ্ঠরা বাড়ি পান তাহলে প্রতিবাদ হবে'। প্রসঙ্গত, আগামী ১৯ ডিসেম্বর দিল্লিতে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে সঙ্গে নিয়ে শুভেন্দু অধিকারী পঞ্চায়েতে শাসক দলের বিভিন্ন দুর্নীতি নিয়ে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন। সেখানে প্রধানমন্ত্রী আবাস যোজনা-সহ একাধিক বিষয় নিয়ে আলোচনা হবে বলে বিজেপি সূত্রের খবর।