TRENDING:

Suvendu Adhikari: নন্দীগ্রামে চুরি করে জিতেছেন শুভেন্দু অধিকারী! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের, ভবানীপুর নিয়ে খোলা চ্যালেঞ্জ

Last Updated:

Suvendu Adhikari:  হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঠান্ডা লড়াই জারি আছে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শুভেন্দুকে নিশানা তৃণমূল বিধায়কের
শুভেন্দুকে নিশানা তৃণমূল বিধায়কের
advertisement

সোমনাথ ঘোষ, চুঁচুড়া: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেছেন, নন্দীগ্রামে হারিয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়কে, ভবানীপুরেও হারাব।সেই প্রসঙ্গে তৃণমূল নেতা অসিত মজুমদার এবার নিশানা করলেন শুভেন্দুকে। বলেন, ও যদি বাপের ব্যাটা হয়, ভবানীপুরে দিদির বিরুদ্ধে দাঁড়াক। নন্দীগ্রামে চুরি করে জিতেছে। একটা চোর লম্পট। কথাবার্তা দেখুন। যখন কথা বলে চোখ গুলো দেখবেন।

advertisement

এর জবাবে বিজেপি রাজ্য কমিটির সদস্য স্বপন পালের জবাব, চুঁচুড়ার বিধায়ক বলছেন বিরোধী দলনেতা হাফ পাগল তাহলে ওনার দিদি ক? শ্রীরামপুরের দাদা ক? আর চুরির কথা বলছেন উনি, চুরিতে ওরা পিএইচডি করেছেন। বালি, পাথর, গরু, চাকরি চুরি। মানুষের গতান্ত্রিক অধিকার চুরি করেছেন। এর জবাব মানুষই দেবে এবার ভোটে।

advertisement

এদিকে, হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঠান্ডা লড়াই জারি আছে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের। রচনা অসিতকে এক সঙ্গে কোন অনুষ্ঠানে দেখা যায়নি অনেকদিন। এমনকি চুঁচুড়ায় অসিতের বিধানসভা এলাকাতেও রচনাকে দেখা যায়নি। সম্প্রতি দলের নব নবনিযুক্ত শহর সভাপতি শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে পাশে নিয়ে বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে রচনা ইঙ্গিত দিয়েছেন ফণির দিকে নজর দিলে ফণি ফনা দিয়ে ছোবল মারবে। (শ্যামাপ্রসাদের ডাক নাম ফণি)। তৃমূলের অন্দরে খবর সাংসদের জন্যই ফণি শহর সভাপতি হয়েছেন অসিতের লোককে সরিয়ে। ফণির পাশে যে সাংসদ রয়েছেন, তাও সেদিন স্পষ্ট করেছেন সাংসদ।

advertisement

এমন আবহে অসিত মজুমদার বলছেন, রচনা আমার বোনের মত। ও সুস্থ থাকুক, ভাল থাকুক। এখানে থাকলে নিশ্চই ভাইফোঁটা দিত। এক পরিবারে ভাইবোনে ঝগড়া অশান্তি হয়, আবার ঠিক হয়ে যায়, দাবি অসিতের। তবে যেখানে স্বার্থের সংঘাত সেখানে ক হবে সে প্রশ্ন থেকে যায়।

advertisement

চুঁচুড়া প্রিয়নগরে তৃমূল বিধায়কের বাড়িতে সকাল সকাল ভাইফোঁটা দিতে আসেন দলের মহিলা কর্মরা। তাদের মধ্যে ছিলেন বালির মোড়ের কর্ম গোপলা ঘোষের মা নমিতা ঘোষ। প্রবীণ নমিতা জানান, সেই প্রথমবার যখন দাদা জিতলেন তখন থেকে ফোঁটা দিই। তাতে ছেদ পরেনি। মানুষের জন্য কাজ করুক এটাই চাই ঈশ্বরের কাছে।

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: নন্দীগ্রামে চুরি করে জিতেছেন শুভেন্দু অধিকারী! বিস্ফোরক দাবি তৃণমূল বিধায়কের, ভবানীপুর নিয়ে খোলা চ্যালেঞ্জ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল