খেজুরির ঠাকুরনগরের এক সভা থেকে নাম না করে শুভেন্দু অধিকারীকে নিশানা করে একের পর এক অভিযোগে শুভেন্দুকে বিদ্ধ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যের ৮ দিনের মাথায় পাল্টা সেই ঠাকুরনগরেই সভা করে এবার মমতাকেই বিঁধলেন শুভেন্দু। নিয়োগ দুর্নীতিতে তাঁর যুক্ত থাকা-সহ শুভেন্দু এদিন চ্যালেঞ্জের সুরে জবাব দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আনা নানান অভিযোগেরও।
advertisement
আরও পড়ুন- বাজারে এল ওয়ানপ্লাসের নয়া স্মার্টফোন নর্ড সিই ৩ লাইট, কেনা উচিত হবে?
মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনের সভায় নাম না করে শুভেন্দুকে তিনিই রাজনীতি শিখিয়েছেন বলে দাবিরও গতকাল, সোমবার খেজুরির সভা থেকে কড়া জবাব দিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আপনি কে আমায় রাজনীতি শেখানোর? যদি রাজনীতি কিছু শিখে থাকি তাহলে তাঁর নাম সুশীল ধাড়া, কুমুদিনী ডাকুয়া। যদি কারও কাছ থেকে স্নেহ পেয়ে থাকি তাহলে তিনি হলেন আভা মাইতি। যদি কারও কাছ থেকে শিখে থাকি তাহলে তাঁর নাম শিশির অধিকারী, আপনি কে 'হরিদাস পাল'? শুধু বড় বড় কথা।’’