অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত 'অনুব্রতহীন' বীরভূমের সভামঞ্চ থেকে বিজেপিকে ঠিক এই ভাষাতেই আক্রমণ শানান ফিরহাদ। আর ফিরহাদ হাকিমের, অনুব্রত মণ্ডলকে বীরভূমের বাঘ বলা প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষের সুরে বললেন, ‘‘বাঘের গায়ে তো চামড়া নেই। বাঘ আবার লটারির টিকিটও কাটে। এসব বলে আসলে তলিয়ে যাওয়া মনোবলকে বাড়ানোর দাওয়াই দেওয়া হচ্ছে। কিন্ত কোনও লাভ হবে না।’’ পাশাপাশি শুভেন্দু অধিকারী কার্যত চ্যালেঞ্জের সুরে পটাশপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবিবার বললেন, ‘‘আমি সাম্প্রতিক সময়ে দশবার বীরভূম জেলায় গিয়েছি। যা পরিস্থিতি তাতে আগামী পঞ্চায়েত ভোটে অনেক জায়গাতেই তৃণমূল প্রার্থী খুঁজে পাবে না।’’
advertisement
আরও পড়ুন- চাপানো যাবে না হিন্দি ভাষা, কেন্দ্রের শিক্ষানীতির প্রতিবাদে রাস্তায় SFI
অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল-সহ অস্ত্র বোমা কাণ্ডে তৃণমূলীদের একাংশের গ্রেফতারের প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করা হলে শুভেন্দুর বিস্ফোরক দাবি, ‘‘বাংলায় গণতন্ত্র আজ বিপন্ন। তৃণমূলের এখন দুটো গোষ্ঠী। পিসি গোষ্ঠী আর ভাইপো গোষ্ঠী। দুই শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যবহার করা হচ্ছে পুলিশকে।’’ এদিকে ফিরহাদের পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও কটাক্ষের সুরে বলেন, ‘‘বাঘ এতদিন বাঁশের খাঁচায় থাকতো। এখন লোহার খাঁচায় ঢুকেছে। খাঁচার চাবি কার কাছে আছে তা খোঁজা হচ্ছে। জেলে বন্দি অবস্থায় ৯ কেজি ওজন কমেছে। ওই বাঘ ভাবছে আর একটু ওজন কমলেই জেলের ফুটো দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু সেই সম্ভাবনা নেই। বাঘের খেলা শেষ।’’