সাগরদিঘির উপনির্বাচনের প্রচারে শুক্রবার ফের সাগরদিঘিতে এক সভায় অংশ নিয়ে নবগ্রামের তৃণমূল বিধায়ক কানাই মণ্ডলের বিরুদ্ধে সুর চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। যখন আপনি সিপিআইএম করতেন, তখন আপনার কি ছিল? সভামঞ্চ থেকেই কানাই মণ্ডলের উদ্দেশ্যে শুভেন্দু অধিকারী এই প্রশ্ন করেন। শুভেন্দু বলেন, ‘‘আপনার দোতলা ভাঙা বাড়ি ছিল, এখন তো প্রাসাদ বানিয়েছেন। সঙ্গে বি এড কলেজ, নার্সিং হোম। আমায় যদি বেশি ঘাটান তাহলে এমন ইতিহাস জানি যে সেই ইতিহাস বললে ঘর থেকে বেরোনো মুশকিল হয়ে যাবে।’’
advertisement
আরও পড়ুন- জ্যোতিষচক্রে উদিত হতে চলেছেন শনিদেব, এই সকল রাশির জাতক-জাতিকাদের জন্য দারুণ লাভজনক সময়
এদিনের সভায় বক্তব্য রাখার সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এও বলেন, ‘‘কানাই মণ্ডল দিয়ে এ তো সবে শুরু করলাম। ইতিহাস প্রকাশ্যে আনলে আরও ৮-১০ জন বিধায়ক বিপাকে পড়বেন।’’ মুর্শিদাবাদে কি হর্স ট্রেডিং হয়েছিল? তৃণমূলে যখন ছিলেন তখন কি বিধায়ক কিনেছিলেন শুভেন্দু অধিকারী? মঙ্গলবার সাগরদিঘির এক সভামঞ্চ থেকে শুভেন্দুর দাবি ঘিরেই এই সব প্রশ্ন উঠতে শুরু করে। এক কথায় শুভেন্দুর দাবি ঘিরে শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দলীয় প্রার্থীর সমর্থনে উপনির্বাচনের নির্বাচনী প্রচারে মনিগ্রামের প্রকাশ্য সভায় বক্তব্য রাখতে গিয়ে মঙ্গলবার দাবি করেছিলেন, ‘‘বর্তমানে নবগ্রামের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন সিপিএম নেতা কানাই মণ্ডল আমার কাছ থেকে ৫০ লক্ষ টাকা নিয়ে তৃণমূলে যোগ দিয়েছেন। আর এনায়েতের কাছ থেকে একটা চার চাকার গাড়ি।’’
রাজনৈতিক মহলের প্রশ্ন, ‘‘কার নির্দেশে বিধায়ক কিনেছিলেন শুভেন্দু? এই প্রশ্নের উত্তরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতই তিনি এই কাজ করেছিলেন।’’ অভিযোগ অস্বীকার করে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে আইনে নোটিশ পাঠিয়ে মামলা করার হুঁশিয়ারি দেন মুর্শিদাবাদ জেলার নবগ্রাম বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল। সেই নোটিশ ও মামলা করার আগেই মামলা লড়তে প্রস্তুত আছি জানিয়ে ফের কানাই মণ্ডলের বিরুদ্ধে সুর চড়ালেন শুভেন্দু।