TRENDING:

মা-বাবাকে প্রণাম করে রওনা, চেনা সাজেই নতুন পথে শুভেন্দু

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাঁথি: মা গায়ত্রীদেবী এবং বাবা শিশির অধিকারীকে প্রণাম করে, কপালে গেরুয়া তিলক লাগিয়ে নতুন ইনিংসের সূচনায় আজ নিজের বাড়ি 'শান্তিকুঞ্জ' থেকে মেদিনীপুর রওনা দেন শুভেন্দু অধিকারী৷  রাজনীতিতে নতুন ইনিংসের সূচনায় পরনের পোষাকে কোনও বদল নেই শুভেন্দু অধিকারীর। শুধু তাৎপর্য্যপূর্ণ ভাবে কপালে ছিল গেরুয়া তিলক৷
advertisement

ঘাসফুল শিবির ছেড়ে পদ্মফুলে যোগদান করতে যাওয়ার পথে নন্দীগ্রাম আন্দোলনের নেতা শুভেন্দু অধিকারী নিজের চেনা রাস্তা কাঁথি- এগরা-বেলদা-খড়্গপুর ধরেই মেদিনীপুরে পৌঁছন। শনিবার গেরুয়া তিলক পরে নিজের বাড়ি থেকে বের হন শুভেন্দু। পরনে ছিল নিজের পছন্দের পোশাক পায়জামা-পাঞ্জাবি ও নীল রংয়ের হাফ জ্যাকেট। নতুন ইনিংসে যে তিনি স্বতোঃস্ফূর্তভাবে যোগদান করতে চলেছেন তা শুভেন্দুর হাসি দেখেই স্পষ্ট।

advertisement

পঞ্জিকা মতে বেলা এগারোটার পর বাড়ি থেকে বের হন শুভেন্দু। অন্যান্য দিনের মতো বাড়ির সদর দরজার সামনে দাঁড়িয়েছিল কালো স্করপিও গাড়ি। বাড়ি থেকে বের হয়ে হাসিমুখে সাংবাদিকদের উদ্দেশ্যে হাত নেড়ে ভি সাইন দেখিয়ে গাড়িতে উঠে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হন শুভেন্দু অধিকারী।

এ দিন সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্তের শুভেন্দু অনুগামীদের মেদিনীপুরমুখী হতে দেখা গেছে। অনুগামীদের নেতা শুভেন্দু অধিকারী গেরুয়া তিলক পরে মেদিনীপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার সময় তাঁর বাড়ি শান্তিকুঞ্জ লাগোয়া কাঁথি শহর জুড়ে শুভেন্দু অনুগামীদের মধ্যে বিপুল উৎসাহ দেখা যায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Sujit Bhowmik

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মা-বাবাকে প্রণাম করে রওনা, চেনা সাজেই নতুন পথে শুভেন্দু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল