ইতিমধ্যেই বেশ কয়েকটি কালীপুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালীপুজো ও দীপাবলি উৎসবের সূচনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকেও দেখা যাচ্ছে প্রতিদিনই জেলায় জেলায় বিভিন্ন পুজো উদ্বোধনে। আজ, রবিবার শুভেন্দু অধিকারীর উদ্বোধনের তালিকায় রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্র ডায়মন্ডহারবার। আজ বিকেলে আমতলায় কালী পুজোর উৎসবের সূচনা করবেন শুভেন্দু। বিকেল চারটেয় আমতলা যুব সমাজের পুজোর উদ্বোধন হবে তাঁর হাত দিয়ে।
advertisement
আরও পড়ুন-লতা, সচিনের সঙ্গে মমতার মিল কোথায়? তুলনা টেনে ব্যাখ্যা দিলেন রাজ চক্রবর্তী
নিউজ১৮ বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে শুভেন্দু অধিকারী শারদ উৎসবের সময় বলেছিলেন, ‘‘দুর্গা পুজো উদ্বোধন করার জন্য রাজ্যজুড়ে ডাক পেয়েছিলেন দু'শোর বেশি পুজো উদ্যোক্তাদের কাছ থেকে। কিন্তু সময় সীমিত হওয়ার কারণে হয়তো সব পুজোর উদ্বোধনে শেষ পর্যন্ত যেতে পারবো না। তবে ষষ্ঠীতে উদ্বোধন শেষ করলেও নবমী পর্যন্ত বিভিন্ন পুজো মণ্ডপ পরিদর্শন করব।’’
দুর্গাপুজোর পর এবার কালী পুজোতেও বেশ কয়েকদিন আগে থেকেই শুভেন্দু অধিকারীকে দেখা যাচ্ছে কলকাতা-সহ জেলায় জেলায় কালীপুজো ও দীপাবলি উৎসবের সূচনা অনুষ্ঠানে অংশ নিতে। দুর্গাপুজোর সময় পিতৃপক্ষে পুজো উদ্বোধন সনাতন সংস্কৃতির অপমান বলে মন্তব্য করে শুভেন্দু নিজের পুরনো দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে এও বলেছিলেন, আমরা 'অশুভ' তিথিতে পুজোর উদ্বোধন করে সনাতন সংস্কৃতির অপমান করি না'।
নদিয়া জেলায় কালীপুজোর উদ্বোধনে গিয়ে এবার তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে এক হাত নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘আমাদের আরাধ্য দেবী মা কালীকে যে কুৎসিত ভাষায় উনি অপমানজনকভাবে আক্রমণ করেছিলেন, তাতে আমি মনে করেছি যে, শ্যামা মায়ের মূর্তি উন্মোচন, প্রদীপ প্রজ্জ্বলন, পুষ্পার্ঘ্য এবং প্রণাম নিবেদনের মধ্য দিয়ে মা কালীর যে অপমান হয়েছে, তা কিছুটা হলেও লাঘব করার চেষ্টা করছি।’’
জেলায় জেলায় কালী পুজোর উদ্বোধনের পর শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেও দুর্নীতি সহ একাধিক ইস্যুতে সরব হতে দেখা যাচ্ছে শুভেন্দু অধিকারীকে। তবে বিভিন্ন রাজনৈতিক কর্মসূচি হোক বা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যাকে সবচেয়ে বেশি আক্রমণ করেন সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের লোকসভা কেন্দ্রের অন্তর্গত আমতলায় কালী পুজোর উদ্বোধনে আজ সেখানে পৌঁছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোনও মন্তব্য করেন কিনা শুভেন্দু, সেদিকেই তাকিয়ে রয়েছে নানা মহল।