TRENDING:

Suvendu Adhikari: এবারের পঞ্চায়েত ভোট 'ডু অর ডাই'-এর লড়াই... বড়জোড়ার সভায় মন্তব্য শুভেন্দু অধিকারীর

Last Updated:

প্রধানমন্ত্রীকে গরিবের 'মসিহা' বলে উল্লেখ বিরোধী দলনেতার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, বড়জোড়া: প্রকাশ্য সমাবেশে ক্ষমা চাইলেন শুভেন্দু অধিকারী। তবে তাঁর ক্ষমা চাওয়ার কি কারণ? তাও বাঁকুড়ার বড়জোড়ার সমাবেশ থেকে শুক্রবার স্পষ্ট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বললেন, ‘‘২০১৩ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে আমি এই মাঠে তৃণমূলের হয়ে প্রচার করেছিলাম। তখন আমি জানতাম না, সিপিআইএমের চোর তাড়িয়ে আমি ডাকাতগুলোকে বসিয়ে দিয়ে গেলাম। সেই ভুলের ক্ষমা চাইতেই আমি বড়জোড়ার একই মাঠে আজ সভা করলাম। তখন তৃণমূলের প্রার্থীদের জিতিয়ে মানুষের পঞ্চায়েত গড়ার আবেদন করেছিলাম। তখন ভাইপোর দেখা ছিল না। ভাইপোর কোম্পানিও ছিল না। তখন আমরা গ্রামে গ্রামে ঘুরে সিপিএম তাড়ানোর ডাক দিয়েছিলাম। সেই ডাকে মানুষ সাড়াও দিয়েছিল। কিন্তু বিষবৃক্ষ কীভাবে তৈরি হয়েছে দেখেছেন। চোর ডাকাতদের আজ দেখছেন।’’
প্রধানমন্ত্রীকে গরিবের 'মসিহা' বলে উল্লেখ বিরোধী দলনেতার
প্রধানমন্ত্রীকে গরিবের 'মসিহা' বলে উল্লেখ বিরোধী দলনেতার
advertisement

আরও পড়ুন- বাড়ল শহরের উষ্ণতা! লঞ্চ হল ফেস ক্যালেন্ডার; কলকাতার পাঁচতারা হোটেলে যেন চাঁদের হাট

নাম না করে এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দু তাঁর বক্তব্যে বলেন, ‘‘২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে ভাইপো বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার দায়িত্বে ছিল। তখন ভোটে প্রতিদ্বন্দ্বিতা করা তো দূরের কথা, বিরোধীদের একটাও মনোনয়নপত্র জমা দিতে দেওয়া হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে কীভাবে বিগত পাঁচ বছর গ্রামের মানুষকে বঞ্চিত করে কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের বিভিন্ন প্রকল্প বাস্তবায়িত করতে দেয়নি 'তোলামূল' পার্টি। তাই এবার আপনারা জোট বাঁধুন। পঞ্চায়েতের পাশাপাশি আগামী দিনে এ রাজ্যে ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠার লক্ষ্যে সাহসের সাথে এগিয়ে যেতে হবে। পঞ্চায়েতে যদি পুলিশ ও তৃণমূল ভোট লুঠ করতে যায় তাহলে ব্যালট বাক্স তুলে পুকুরে ছুড়ে ফেলবেন। এবারের পঞ্চায়েত নির্বাচন ডু অর ডাই- এর লড়াই। প্রধানমন্ত্রী গ্রামের মানুষের উন্নয়নে প্রথম থেকেই কাজ করে চলেছেন। তিনি গরিব মানুষের মসিহা।’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

টানা ৩০ মিনিটের বক্তব্যে তৃণমূল কংগ্রেসকে নিকৃষ্ট মনের রাজনৈতিক দল বলে তীব্র ভাষায় আক্রমণ করে শুভেন্দু অধিকারী বলেন, গ্রামের মানুষের উন্নয়নের টাকা লুঠ করেছে তৃণমূল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গের জন্য ৭০ লক্ষ শৌচালয় তৈরি করার টাকা দিয়েছেন। গরিব মানুষদের জন্য ৪০ লক্ষ আবাস যোজনার টাকা পাঠিয়েছেন। কিন্তু সেই যোজনার সুফল পেয়েছে তারাই যারা তৃণমূল নেতাদের কাটমানি দিয়ে দোতলা তিনতলা বাড়ির মালিক'।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari: এবারের পঞ্চায়েত ভোট 'ডু অর ডাই'-এর লড়াই... বড়জোড়ার সভায় মন্তব্য শুভেন্দু অধিকারীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল