TRENDING:

'বড় চোরের দায়িত্ব আমার উপর ছেড়ে দিন,' কাঁথির সভায় বিস্ফোরক শুভেন্দু

Last Updated:

বড় চোর বলতে কাকে বোঝাতে চেয়েছেন, সেই বিষয়ে অবশ্য খোলসা করেননি বিরোধী দলনেতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাঁথি: কাঁথির সভা থেকেই তৃণমূলকে একের পর এক নিশানা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন ইঙ্গিতপূর্ণ ভাবে তিনি বলেন, "বড় চোরের দায়িত্ব আমার উপর ছেড়ে দিন। সব হবে। দিন পরিবর্তন হতে পারে। মাস পরিবর্তন হতে পারে। কিন্তু বছর পরিবর্তন হবে না। আগামী বছরটা খুব ভাল যাবে।" তবে বড় চোর বলতে কাকে বোঝাতে চেয়েছেন, সেই বিষয়ে অবশ্য খোলসা করেননি বিরোধী দলনেতা।
শুভেন্দু অধিকারী। ফাইল ছবি
শুভেন্দু অধিকারী। ফাইল ছবি
advertisement

ডিসেম্বর মাসে তিনটি তারিখের কথা বলেছিলেন শুভেন্দু। ১২, ১৪ এবং ২১ তারিখের কথা উল্লেখ করেছিলেন শুভেন্দু। এদিন ছিল ২১ তারিখ। তারিখের প্রসঙ্গ টেনে বিরোধী দলনেতা বলেন, "আমি তিন বিশেষ দিনের কথা বলেছি। সরকার পড়ে যাবে ওই তিন দিনে একথা বলিনি। আমরা কিন্তু বিধায়ক ভাঙিয়ে সরকার গড়তে চাই না। ভোট লড়েই বাংলায় সরকার গড়বে বিজেপি। গতকাল পূর্ব মেদিনীপুর জেলার ছোট একটি নির্বাচনের ফলাফলে বিজেপি একে, সিপিএম দুইয়ে, তিনে তৃণমূল ছিল। পঞ্চায়েতে এরকমই হবে। মানুষ ভোট দিলে তৃণমূলের অস্তিত্ব থাকবে না।"

advertisement

সম্প্রতি আবাস যোজনা প্রকল্প ঘিরে তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন শুভেন্দু অধিকারী। এদিনও ফের তাঁর মুখে শোনা গেল, "আমাদের দাবি দুর্নীতিহীন আবাস যোজনার বাড়ি। বেআইনি বাড়ি হলে টাকা ফেরত নেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের মন্ত্রী গিরিরাজ সিংয়ের। আবাস যোজনা যাঁরা পাননি, কিন্তু যোগ্য, পঞ্চায়েতে আমরা জিতে লোকসভা ভোটের আগে বাড়ি পাইয়ে দেব।"

advertisement

আরও পড়ুন,  উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে তুমুল তৎপরতা! শূন্যপদ নিয়ে চাওয়া হল বিস্তারিত তথ্য

আরও পড়ুন, খুব সাবধান! ক্রিপ্টো নিয়ে সতর্ক করে কী জানালেন RBI গর্ভনর

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

তৃণমূলকে কটাক্ষ করে শুভেন্দু বলেন, "আদালতে গেলেই এরা চর খায়। আজ শুধু কাঁথি বিজেপি লেজটা দেখালো, মাথা এখনও বাকি। সঠিক সময় দেখাব। অতীত ভুলে গেলে ভবিষ্যত ভাল হয় না।"

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
'বড় চোরের দায়িত্ব আমার উপর ছেড়ে দিন,' কাঁথির সভায় বিস্ফোরক শুভেন্দু
Open in App
হোম
খবর
ফটো
লোকাল