তিনি আরও বলেন, ভিতরে ধরনা দেব। বিজেপির বিধায়করা পৃথক পেজ খোলার সিদ্ধান্ত নিয়েছেন বলেও জানান তিনি। পৃথক পেজ নিয়ে তিনি বলেন, “জনস্বার্থের বিষয় যেগুলো বিধানসভায় বলতে চেয়েছিলাম, সেগুলো ওখানেই বলব”। ‘সাম্প্রদায়িক বক্তব্য রেখেছেন বিরোধী দলনেতা।’ এই মর্মে তাঁর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের অভিযোগ আনা হয়েছিল বিধানসভায়। পরের অধিবেশনে রিপোর্ট দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: বিরাট সোনার খনির হদিস পেয়েছে ভারতের প্রতিবেশী দেশ! মজুত দেড় লক্ষ কোটি টাকার সোনা
সোমবার সাসপেন্ড হওয়ার পরে ‘হিন্দুত্ব….’ নিয়ে তাঁর মন্তব্যের প্রেক্ষিতেই এই নোটিশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস, দেবাশিষ কুমার ও নির্মল ঘোষ স্বাধীকার ভঙ্গের অভিযোগ আনেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ চার জন বিজেপি বিধায়ককে একমাসের জন্য ইতিমধ্যেই সাসপেন্ড করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়৷ শুভেন্দু অধিকারী ছাড়াও সাসপেন্ড করা হয়েছে অগ্নিমিত্রা পাল, বঙ্কিম ঘোষ এবং বিশ্বনাথ কারক৷ এর ফলে এক মাস বিধানসভার অধিবেশন বা আলোচনায় অংশ নিতে পারবেন না বিরোধী দলনেতা-সহ চার বিজেপি বিধায়ক৷