জানা যাচ্ছে, এদিন দীর্ঘক্ষণ অবরোধের পর বিজেপি কর্মীদের অবরোধ তুলে নিতে বলে পুলিশ। কিন্তু তাঁরা অবরোধ না তোলায় উর্দিধারীদের সঙ্গে গেরুয়া শিবিরের কর্মী-সমর্থকদের ধস্তাধস্তি বেঁধে যায়, শুরু হয় টানাহ্যাঁচড়া।
আরও পড়ুনঃ শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা! আজ প্রাণে মারার জন্যই…! বিস্ফোরক বিজেপি নেতা
জল গড়ায় হাবড়া থানার দোরগোড়া অবধি। থানার সামনে এসে বিজেপি কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। ঘটনাস্থলে উপস্থিত হন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। থানার গেটের সামনে দাঁড়িয়েই পুলিশের খাল খিঁচে নেওয়ার নিদান দেন তিনি।
advertisement
বিরোধী দলনেতার কনভয়ে হামলার প্রতিবাদে এদিন জগদ্দল বিধানসভার অন্তর্গত শ্যামনগরেও বিক্ষোভ দেখান বিজেপি কর্মী, সমর্থকরা। ২৪ নং রেলগেট সংলগ্ন পোস্ট অফিস মোড়ে টায়ার জ্বালিয়ে পথ অবরোধ এবং বিক্ষোভ প্রদর্শন করা হয়। সেই বিক্ষোভ কর্মসূচিতে অংশ নিয়েছিলেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র, বিজেপি নেতা প্রিয়াঙ্কু পান্ডে সহ অন্যান্য কর্মী সমর্থক। প্রায় ৩০ মিনিট অবরোধ করে রাখা হয়েছিল ব্যস্ততম ঘোষপাড়া রোড।