TRENDING:

Sandeshkhali ED Attack: 'মুখ্যমন্ত্রীর নির্দেশেই সন্দেশখালিতে ইডির উপর আক্রমণ', বিস্ফোরক শুভেন্দু অধিকারী

Last Updated:

সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর আক্রমণ ও মারধরের ঘটনায় মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বহরমপুর: উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে অভিযানে গিয়ে বেনজির বিক্ষোভের মুখে পড়ে ইডি। মারমুখী জনতার চাপে পিছু হটতে হয় আধিকারিকদের। এদিন সন্দেশখালির সরবেড়িয়ায় শাহজাহানের বাড়িতে যান ইডি আধিকারিকেরা। জানা যায়, তৃণমূল নেতা সেই সময় বাড়ির ভিতরেই ছিলেন। একাধিকবার ডাকাডাকি করলেও কোনও সাড়া মেলেনি। সেই সময় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা বাড়ির তালা ভাঙতে গেলে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি।
বিস্ফোরক শুভেন্দু
বিস্ফোরক শুভেন্দু
advertisement

‘মুখ্যমন্ত্রীর নির্দেশেই সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর আক্রমণ হয়েছে’, মুর্শিদাবাদের বেলডাঙ্গায় বিজেপির জনসভায় এসে এমনই মন্তব্য করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। লোকসভা নির্বাচনকে লক্ষ্য করে শুক্রবার বেলডাঙা নেতাজি পার্কে বিজেপির বিশাল জনসভা হয়। আর এই সভায় সন্দেশখালিতে ইডি আধিকারিকদের উপর আক্রমণ ও মারধরের ঘটনায় মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করেন শুভেন্দু।

আরও পড়ুন- ‘ইডি অভিযানের কথা জানতই না পুলিশ’! সন্দেশখালি নিয়ে বিস্ফোরক দাবি নবান্নের

advertisement

আরও পড়ুন- কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হোক সন্দেশখালিতে! শাহকে চিঠি সুকান্তর! কড়া বিবৃতি রাজ্যপালের!

বলেন, ‘এই ঘটনার জন্য রাজ্য পুলিশ দায়ী। বসিরহাটের এস পি-র মাধ্যমে মুখ্যমন্ত্রীই ইডি আধিকারিকদের উপর আক্রমণের নির্দেশ দিয়েছেন। অনেক পুলিশ আধিকারিক কয়লা ও গরু পাচার কান্ডে জড়িত রয়েছে। আমি কেন্দ্রীয় এজেন্সিকে বলব তাদের বাড়ি অভিযান চালাতে।’ গরুপাচার কান্ড. শিক্ষক নিয়োগ সহ সমস্ত প্রকল্পেই বিধায়কদের দুর্নীতির প্রসঙ্গ টেনে একে একে নাম করে হুঁশিয়ারি দিলেন শুভেন্দু। তিনি বলেন, ‘গরু পাচার কান্ডের মূল মাথা এনামূলের ডায়রিতে রয়েছে রানিনগর, ডোমকল, সুতি, জঙ্গিপুর, নবগ্রাম, সামশেরগঞ্জ, কান্দি সহ মুর্শিদাবাদ জেলার আরও অনেক বিধায়কের নাম।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

অধীর চৌধুরীকে তীব্র কটাক্ষ করে বলেন, ‘মুর্শিদাবাদে কংগ্রেস কিছু করতে পারবে না। বহরমপুরে এসে বিজেপি তৃণমূলের ভোট কাটার জন্য অধীর চৌধুরী প্রচার চালায়। অন্যদিকে দিল্লিতে কংগ্রেস ও বাংলার মুখ্যমন্ত্রীর একসঙ্গে ওঠাবসা রয়েছে।’ তাঁর কথায় ‘মানুষকে আমরা বলব শুধু পদ্মে ফুল ফোটান। কংগ্রেস সিপিএম কিছু করতে পারবে না।’

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sandeshkhali ED Attack: 'মুখ্যমন্ত্রীর নির্দেশেই সন্দেশখালিতে ইডির উপর আক্রমণ', বিস্ফোরক শুভেন্দু অধিকারী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল