শেখ মইদুল নামে ওই তৃণমূলকর্মীর আরও অভিযোগ, বিরোধী দলনেতার নিরাপত্তারক্ষীরা তাঁকে মারধরও করেছেন৷ ঘটনার প্রতিবাদে এ দিন সন্ধ্যায় আরামবাগে বিক্ষোভও দেখায় তৃণমূল কংগ্রেস৷
এ দিন হুগলির পুরশুড়ায় কন্যা সুরক্ষা যাত্রায় যোগ দিতে যাচ্ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ তাঁর কনভয় আরামবাগের হেলান এলাকায় পৌঁছলে রাস্তার পাশ থেকে কয়েকজন তৃণমূলকর্মী জয় বাংলা স্লোগান দেন৷
advertisement
সেই স্লোগান শুনেই গাড়ি থামিয়ে নেমে আসেন বিরোধী দলনেতা৷ ওই তৃণমূল কর্মীর দিকে এগিয়ে যান তিনি৷ বিরোধী দলনেতাকে বলতে শোনা যায়, কেন জয় বাংলা কেন? জয় শ্রীরাম৷ ওই তৃণমূল কর্মী সমর্থকদের সরিয়ে দেওয়ার জন্য নিজের নিরাপত্তা রক্ষীদেরও নির্দেশ দেন বিরোধী দলনেতা৷ এর পর গন্তব্যের উদ্দেশ্যে রওনা দেন তিনি৷
আরও পড়ুন: তৃণমূলের কাজিয়ায় থমকে পরিষেবা! কৃষ্ণনগরের পুরবোর্ডই ভেঙে দেবে রাজ্য সরকার? বেনজির কাণ্ড
ওই তৃণমূল কর্মীর দাবি, বাংলার পরিযায়ী শ্রমিকদের উপর বিজেপি শাসিত রাজ্যে আক্রমণের জবাব চাইব বলে রাস্তায় দাঁড়িয়েছিলাম। জয় বাংলা স্লোগান দিতেই এই ঘটনা ঘটেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের অভিযোগ, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও আপত্তিকর মন্তব্য করেন বিরোধী দলনেতা৷
বিরোধী দলনেতার এই আচরণের প্রতিবাদ করে বুধবার রাতেই আরামবাগে বিক্ষোভ দেখাতে শুরু করে তৃণমূল৷ শুভেন্দু অধিকারীর আচরণ এবং মন্তব্যের নিন্দা করে মিছিল করেন শাসক দলের কর্মী- সমর্থকরা৷