বুধবার দক্ষিণ চব্বিশ পরগণার আমতলার একটি জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন করতে গিয়ে বিরোধী দলনেতা এসআইআর-এর কাজে সহযোগিতা করার জন্য সাধারণ মানুষের কাছে আবেদন জানান৷
শুভেন্দু অধিকারী বলেন, ‘জনগণকে বলব আপনারা নির্বাচন কমিশনকে সবরকম সহযোগিতা করুন৷ কার কার নাম থাকবে না? মৃত ভোটারদের নাম থাকবে না৷ অস্তিত্বহীন ভোটার থাকবে না, একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে যাঁদের, তাঁদের নামও থাকবে না৷ আর কাদের নাম থাকবে না, বাংলাদেশি মুসলমান অনুপ্রবেশকারীদের নাম থাকবে না৷ বর্মার রোহিঙ্গা যাঁরা কক্সবাজার, গোসাবা হয়ে এখানে ঢুকে পড়েছেন তাঁদের নামও থাকবে না৷ যে সমস্ত হিন্দু শরণার্থী প্রাণ বাঁচাতে এখানে এসেছেন, তাঁরা অনুপ্রবেশকারী নন৷ ২০০২-এর ভোটার তালিকায় নাম না থাকলে আপনারা সিএএ-তে আবেদন করুন৷ আপনাদের জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আছেন৷ আর তাঁদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য মাঝখানে আমরা আছি৷’
advertisement
গতকাল থেকেই রাজ্যে এসআইআর-এর প্রক্রিয়া আনুষ্ঠানিক ভাবে শুরু করে দিয়েছে নির্বাচন কমিশন৷ কমিশনের পক্ষ থেকে অবশ্য বার বারই আশ্বস্ত করা হয়েছে, কোনও বৈধ ভোটারের নাম বাদ যাবে না৷
