• স্বচ্ছ ভারত অভিযান নিয়ে :- আগামিকাল গান্ধি জয়ন্তী রয়েছে। আজ গোটা দেশে একসঙ্গে স্বচ্ছ ভারত অভিযান আর সাফাই অভিযান চলছে। গোটা ভারতবর্ষ জুড়ে দেশের প্রধানমন্ত্রীর এই আহ্বানের সাড়া দিয়ে রাস্তায় নেমেছেন মানুষ, সাফাই অভিযানে। বিশেষভাবে এই সাফাই অভিযানে যত না বেশি সাফাই করার মধ্য দিয়ে নিজের কার্য করা, তার থেকে বড় কথা হচ্ছে স্বচ্ছতা এবং প্রয়োজনীয়তা মানুষের কাছে তুলে ধরা। আজকে আমরা ডুমুরজলা স্টেডিয়াম সংলগ্ন বাজারে ব্লিচিং, চুন ঝাড়ু এগুলো দিলাম এবং অস্থায়ী ডাস্টবিনে ময়লা আবর্জনা ফেললাম। কিন্তু আগামিকাল করবে কে? আগামিকাল করতে গেলে পৌরসভাকেই এগিয়ে আসতে হবে।
advertisement
• হাওড়াতে ভোট হয়নি :- মাস্ক ছাড়া বা নাকের রুমাল দিয়ে চলা ছাড়া এই এলাকা দিয়ে হাঁটাহাঁটি করা বিপজ্জনক। নোংরা এবং প্লাস্টিক এমনকি মল থেকে শুরু করে নানাধরনের ময়লা পড়ে থাকে এখানে। এই পরিবেশ সেখানে আছে এবং হাইড্রেনগুলোতে এখানে দেখলাম। তাই কর্পোরেশনের নির্বাচন কবে হবে? বালির নাম কবে বাদ যাবে, না যাবে? হাইকোর্ট কী রায় দেবে? মমতা বন্দ্যোপাধ্যায় কী বলবেন, রাজ্য সরকার কী বলবেন এর ওপর নির্ভর করলে হবে না।
আরও পড়ুন: দুর্গাপুজোর আগেই বিরাট চাপে অনুব্রত মণ্ডল! ইডি-র এক পদক্ষেপেই তিহাড় সেলে আতঙ্ক
• বাঁকুড়ার বিষ্ণুপুরে জোর করে দিল্লি নিয়ে যেতে চাইছে:- জোর করেই তো দিল্লি নিয়ে যেতে চাইছে, ১০ লক্ষ মানুষ যাবে কি না কাল দেখতে চাই। যারা কলেজের ইউনিয়ন করে, তারা প্লেনে যাচ্ছে। তৃণমূল মানেই প্রকৃত চোর। গোটা তৃণমূল মানেই প্রতিষ্ঠিত চোর। কর্পোরেশন ৫ টাকা পেলে তৃণমূল দশ টাকা পায়। কলেজ লিডাররাও যাচ্ছে দিল্লিতে।
• দক্ষিণ ২৪ পরগনার যারা চাকরি প্রার্থী তারা দিল্লিতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের বঞ্চনা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরতে :- দিল্লির লোক ভাল করেই জানেন, দিল্লিতে কোন প্রতিক্রিয়া নেই সেই জন্য জাতীয় দলের তকমা হারিয়ে তৃণমূল এখন আঞ্চলিক দলে পরিণত হয়েছে।
আরও পড়ুন: তৃণমূলের পাল্টা বিজেপি, দিল্লিতে বড় প্ল্যান! রবি রাতেই দিল্লিতে বঙ্গ BJP সাংসদরা
• রাজ্য সরকার পুজোর অনুদান বন্ধ করল:- দেউলিয়া সরকার তো বন্ধ করবেই। টাকাগুলো তৃণমূলের লোকরা ঝেড়েছে। ৬০০০ ভুয়ো ক্লাব এই অনুদান পেত। বাকিটা তৃণমূলের পকেটে যেত।
• যন্তরমন্তরে সারাদিন লাফান এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, আমরা সবাই কোলা ব্যাঙ যা খুশি তাই করুন। যন্ত্ররমন্তরের ওখানে বিনীত গোয়েল, মনোজ মালোব্য, প্রবীণ ত্রিপাঠি নেই ওখানে দিল্লি পুলিশ আছে তাই বুঝে শুনে করুন।