বর্ধমানের সভার অনুমতি না মিললেও তিনি আজ বর্ধমানে যাবেন এবং সভা বাতিল প্রসঙ্গে সাংবাদিকদের কাছে তাঁর বক্তব্য তুলে ধরবেন বলে কলকাতায় জানিয়েছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই মতো বৃহস্পতিবার সন্ধ্যায় বর্ধমানে বিজেপির সাংগঠনিক জেলা কার্যালয়ে আসেন তিনি। এখানে পৌঁছে প্রথমে প্রায় আধ ঘন্টা জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।
advertisement
আরও পড়ুন: হঠাৎ শিরোনামে নন্দীগ্রাম, সমবায় ভোট ঘিরে রণক্ষেত্র পরিস্থিতি! কী হল, জানেন?
সেখানে নথিপত্র হাতে নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন,সভার অনুমতি চেয়ে দশবার চিঠি চালাচালি হয়েছে। প্রতি ক্ষেত্রেই নিরাপত্তার দোহাই দিয়ে পুলিশ সভার অনুমতি বাতিল করেছে। শুধু দেওয়ানদিঘি থানার কলিগ্রামেই নয়,শক্তিগড় থানা এলাকাতেও সভা করার জন্য অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু নিরাপত্তার সমস্যার কথা জানিয়ে সেই অনুমতি বাতিল করা হয়েছে। তিনি বলেন, গত ছ মাস ধরেই বিরোধী দলনেতাকে রাজ্যের কোথাও সভা করার অনুমতি দেওয়া হচ্ছে না। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের মতো দেশের উদাহরণ তুলে বলেন, অগণতান্ত্রিক দেশগুলোতেও এমনটি হচ্ছে না যা এ রাজ্যের শাসক দল করছে। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের সঙ্গে মানুষ নেই। পুলিশ দিয়ে রাজ্য চালানো হচ্ছে। বিরোধী দলনেতার সভায় ভিড় দেখে ভয় পেয়ে গেছে শাসক দল তৃণমূল কংগ্রেস।সে জন্যই বিরোধী দলনেতাকে সভা করতে দেওয়া হচ্ছে না।
আরও পড়ুন: 'বড়' দায়িত্বে রাজীব বন্দ্যোপাধ্যায়! ত্রিপুরা বিধানসভা ভোটের মুখে রাজ্য কমিটি ঘোষণা করল তৃণমূল
এরপরই শুভেন্দু অধিকারী চ্যালেঞ্জের সঙ্গে বর্ধমানের সভার দিন ঘোষণা করেন। তিনি জানান, আগামী ৮ জানুয়ারি বর্ধমানের গ্রামীণ এলাকায় সভা করব। উচ্চ আদালতের অনুমতি নিয়ে সেই সভা হবে। প্রয়োজনে ২ জানুয়ারি আদালত খুললেই দলের জেলা সভাপতি এ ব্যাপারে আদালতের দ্বারস্থ হবেন।