TRENDING:

Anubrata Mondal: শুভেন্দুর দাবিতে 'সম্মতি' তৃণমূল নেতার! জেলে বসে ফোনে কী করছেন অনুব্রত! বিস্ফোরক অভিযোগ

Last Updated:

Anubrata Mondal: প্রায় প্রতিদিনই একের পর এক অভিযোগের বোমা ফাটাচ্ছেন শুভেন্দু অধিকারী। ফের তাঁর নিশানায় নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেস। আক্রমণ শানাচ্ছেন অনুব্রত মণ্ডলকেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বোলপুর: আগেই বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন জেল থেকে বসে ফোনে কথোপকথন চালাচ্ছেন অনুব্রত মণ্ডল। এবার সেই দাবিতে কার্যত সায় দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের কোর কমিটির সদস্য কাজল শেখ। নানুর বিধানসভার বন্দর গ্রামে তৃণমূলের কর্মীসভা ছিল। আর সেই কর্মী সভার শেষে কাজল শেখ বক্তব্য রাখেন।
শুভেন্দুর অভিযোগে সিলমোহর!
শুভেন্দুর অভিযোগে সিলমোহর!
advertisement

তৃণমূল নেতা বিকাশ রায়চৌধুরী বলেন, অনুব্রত মণ্ডলের নির্দেশ মতো তিনি চলছেন। তাহলে অনুব্রত মণ্ডলের সঙ্গে বিকাশ রায় চৌধুরী ফোনে কথোপকথন হচ্ছে এবং বীরভূম জেলা পরিষদের সভাধিপতির মোবাইল চেক করলেই বোঝা যাবে তার সঙ্গে অনুব্রত মণ্ডলের জেল থেকে কথোপকথন হচ্ছে কিনা। এরপরই এক প্রকার কাজল শেখ নিজের মুখেই স্বীকার করে নিলেন, বীরভূম জেলার প্রত্যেক নেতার সঙ্গে অনুব্রত মণ্ডলের জেল থেকে যোগাযোগ রয়েছে।

advertisement

আরও পড়ুন: বিরাট খবর, দিঘায় এবার পর্যটকদের জন্য নতুন আকর্ষণ! না দেখলে কিন্তু বড় মিস করবেন

প্রায় প্রতিদিনই একের পর এক অভিযোগের বোমা ফাটাচ্ছেন শুভেন্দু অধিকারী। ফের তাঁর নিশানায় নিজের পুরনো দল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলের ভেতর অনুব্রত মণ্ডলকে মোবাইল ফোন দেওয়া হয়েছে। সেই ফোনের মাধ্যমে সুব্রত বক্সি-সহ অন্যান্য রাজ্য তৃণমূল নেতৃত্বের পাশাপাশি বীরভূমের কয়েকজন বিধায়কের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন অনুব্রত মণ্ডল। এমনই অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী।

advertisement

আরও পড়ুন: নায়াগ্রা দেখার খুব ইচ্ছে, বাড়ির পাশেই এই জলপ্রপাত দেখলেই মন ভরে যাবে! অবাক করবে জায়গার নাম

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘায় জগন্নাথ মন্দিরে প্রথম অন্নকূট ও গোবর্ধন পুজো, গোলাপের পাপড়িতে মুড়ল মন্দির চত্বর
আরও দেখুন

সম্পূর্ণ বেআইনিভাবে আসানসোল সংশোধনাগারে বসে পঞ্চায়েত নির্বাচনের আগে সন্ত্রাসের ব্লুপ্রিন্ট তৈরি করছেন অনুব্রত মণ্ডল। বিস্ফোরক অভিযোগ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পাশাপাশি শুভেন্দু অধিকারীর দাবি, ‘‘আসানসোল জেল থেকে অবিলম্বে অনুব্রত মামলা অন্যত্র স্থানান্তরিত করা হোক। কারণ আসানসোল সংশোধনাগারে মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত সুযোগ সুবিধা পাইয়ে দিচ্ছেন অনুব্রত মণ্ডলকে। তাঁকে আর পাঁচজন কয়েদি হিসেবে নয়, রাজার হালে রাখা হয়েছে বীরভূমের ছোট মুখ্যমন্ত্রীকে।’’

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: শুভেন্দুর দাবিতে 'সম্মতি' তৃণমূল নেতার! জেলে বসে ফোনে কী করছেন অনুব্রত! বিস্ফোরক অভিযোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল