শুভেন্দুর সংযোজন, ''আমাদের দাবি, ঘুষমুক্ত মেধাযুক্ত বেকারদের কর্মংসস্থান। দুর্নীতিহীন আবাস যোজনার বাড়ি। বেআইনি বাড়ি হলে টাকা ফেরৎ নেওয়ার দায়িত্ব কেন্দ্রীয় পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মন্ত্রী গিরিরাজ সিংয়ের। আবাস যোজনা যারা পাননি কিন্তু যোগ্য, পঞ্চায়েতে আমরা জিতে লোকসভা ভোটের আগে বাড়ি পাইয়ে দেব।''
আরও পড়ুন: আবাস যোজনার তালিকার চূড়ান্ত অনুমোদন ঠেকিয়ে রাখতে মরিয়া অভিযুক্ত পঞ্চায়েত প্রধানরা!
advertisement
এরপরই নিজের দেওয়া বিশেষ ৩ দিনের প্রসঙ্গ তুলে বিরোধী দলনেতা বলেন, ''আমি তিন বিশেষ দিনের কথা বলেছি। সরকার পড়ে যাবে ওই তিনদিনে বলিনি। আমরা কিন্তু বিধায়ক ভাঙিয়ে সরকার গড়তে চাই না। ভোট লড়েই বাংলায় সরকার গড়বে বিজেপি। গতকাল পূর্ব মেদিনীপুর জেলার ছোট একটি নির্বাচনের ফলাফলে বিজেপি একে, সিপিএম দুয়ে, তিনে তৃণমূল। পঞ্চায়েতে এ রকমই হবে। মানুষ ভোট দিলে , তৃণমূলের অস্তিত্ব থাকবে না।''
আরও পড়ুন: 'শুভেন্দু পালিয়ে এসে অমিত শাহের শরণাপন্ন হয়েছে', বেনজির আক্রমণ কুণালের
শুভেন্দু অধিকারী এদিন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে এও বলেন,' বড় চোরের দায়িত্ব আমার ওপর ছেড়ে দিন। সব হবে। দিন পরিবর্তন হতে পারে। মাস পরিবর্তন হতে পারে। কিন্তু বছর পরিবর্তন হবে না। আগামী বছরটা খুব ভালো যাবে'। কাঁথির সভা মঞ্চ থেকে এদিন নাম না করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সুর চড়াতে দেখা যায় শুভেন্দুকে।