TRENDING:

Bangla News: বাড়িতে নীল আর সবুজ বালতি, বড় লক্ষ্যে বাসিন্দাদের আবর্জনা-নির্দেশ পুরসভার!

Last Updated:

Bangla News: বর্জ্য গুলি আলাদা আলাদা বালতিতে ফেললে সিউড়ি পুরসভা নিযুক্ত সাফাই কর্মীরা সেই মতো বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বীরভূম: এলাকার পচনশীল ও অপচনশীল বর্জ্য আলাদা করছে বীরভূমের সিউড়ি পুরসভা। সেই পচনশীল বর্জ্য থেকেই বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী তৈরি করবে সার। ইতিমধ্যেই সিউড়ি পুরসভা বিভিন্ন ওয়ার্ডে বাড়ি বাড়ি পচনশীল ও অপনশীল বর্জ্য ফেলার জন্য নীল ও সবুজ বালতি বিলি করেছে সিউড়ি পুরসভা। সেই মতো  সিউড়ি পুরসভার তরফে শহরবাসীর কাছে আবেদন করা হয়েছে, বাড়ির পচনশীল ও অপচনশীল বর্জ্য ফেলতে হবে নির্দিষ্ট লেখা বালতিতেই। বর্জ্য গুলি আলাদা আলাদা বালতিতে ফেললে পুরসভা নিযুক্ত সাফাই কর্মীরা সেই মতো বাড়ি থেকে বর্জ্য সংগ্রহ করবেন।
advertisement

পচনশীল বালতিতে জমা হবে সেই সব বর্জ্য গুলো যেগুলো পচনশীল । যেমন- ফেলে দেওয়া সবুজ শাক সবজির অংশ, আলু গাজর অর্থাৎ বিভিন্ন সবজির খোসা , গাছের পাতা ইত্যাদি এই সব বর্জ্য। এবং অন্য বালতি অর্থাৎ অপচনশীল বালতিতে জমা হবে সেই সকল বর্জ্য যেগুলি অপচনশীল, মাটির সাথে মিশে যেতে পারে না। যেমন- ক্যারিব্যাগ, প্লাস্টিকের বোতল ও বিভিন্ন প্লাস্টিকের তৈরি জিনিস ইত্যাদি সব বর্জ্য। যে সকল বর্জ্য গুলি মাটির সাথে মিশে যেতে পারে অর্থাৎ পচনশীল সেগুলি পুনরায় ব্যবহারের ব্যবস্থা করা হবে যাতে পরিবেশের বাতাবরণ দূষিত না হয়।  সেই বর্জ্য গুলি দিয়ে  নতুন করে সর তৈরি করা হবে। যা করবে  বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী। এবং সেই তৈরি সার কাজে লাগানো হবে বিভিন্ন ফসলের ফলনে ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

আর অপচনশীল বর্জ্য গুলিকে আলাদাভাবে ধ্বংস করা হবে যাতে পরিবেশ ধূষণ না হয়। এই পচনশীল ও অপচনশীল বর্জ্য গুলিকে শহরের বাড়ি থেকে সংগ্রহ করবে পুরসভার বর্জ্য সংগ্রহের একটি গাড়ি। যেখানে পচনশীল ও অপচনশীল বর্জ্যের জন্য আলাদা আলাদা ভাবে থাকবে দুটি বালতি। এবং সপ্তাহের একটি নির্দিষ্ট দিনে বের হবে এই বর্জ্য সংগ্রহের গাড়ি। সিউড়ি পুরসভার  চেয়ারপার্সন অঞ্জন কর জানান ,"শহরের বাড়ি বাড়ি বর্জ্য পদার্থের পরিমান বেড়ে গেছে,  বর্জ্য সংগৃহের গাড়িতে লক্ষ করা যাচ্ছে বিভিন্ন পচনশীল-, অপচনশীল বর্জ্য। তাই  বর্জ্য সংগ্রহের গাড়িতে এবার থাকবে পচনশীল ও অপচনশীল দুটি আলাদা আলাদা বালতি। এই পচনশীল বর্জ্য দিয়ে তৈরি হবে সার।  আর সেই সার তৈরি করবে বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠী। ইতিমধ্যে পুরসভার সদস্য ও কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে আবেদন জানাচ্ছেন কি ভাবে বর্জ্য আলাদা বালতিতে ফেলতে হবে,  ইতিমধ্যেই পুরসভার ডাম্পিং গ্রাউন্ডের বর্জ্য আলাদা করার কাজ শুরু হয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bangla News: বাড়িতে নীল আর সবুজ বালতি, বড় লক্ষ্যে বাসিন্দাদের আবর্জনা-নির্দেশ পুরসভার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল