আরও পড়ুনঃ হারিয়ে যেতে বসা মানব-ঝুলনে মেতেছে বহরমপুর! রঙিন হয়ে উঠেছে শহর, নানা বেশে সাজ মানুষেরই
রবিবার রাত থেকেই নদী ও সমুদ্রে জল বাড়তে শুরু করেছে । এখনও পর্যন্ত সাগর, পাথরপ্রতিমা, নামখানা ও কাকদ্বীপ এলাকার বহু নদীর বাঁধ বেহাল অবস্থায় রয়েছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে আপদকালীন জরুরী ভিত্তিতে নদী বাঁধ মেরামতের কাজ শুরু হয়েছে। তা সত্ত্বেও রাতের ঘুম উড়েছে এলাকাবাসীর।
advertisement
স্বাভাবিকের তুলনায় নদীর জল বেশি উচ্চতায় বাড়লে বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। নদী বাঁধের তীরবর্তী এলাকার বাসিন্দারা তাই বেহাল নদী বাঁধের উপর নজর রেখেছেন। পঞ্চায়েত ও ব্লক প্রশাসনেরকে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে।
Biswajit Halder
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
August 20, 2024 9:06 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sunderban: পূর্ণিমার ভরা কোটাল ও নিম্নচাপের জোড়া ফলায় ঘুম উড়েছে সুন্দরবনবাসীর!