গণেশের বাড়ি সুন্দরবন কোস্টাল থানার হেতালবাড়ি এলাকায়। পরিবার সূত্রে খবর, বৈধ কাগজপত্র নিয়ে গত ৩রা জানুয়ারি সকালে গণেশ কাহার, বুদ্ধদেব সরকার এবং বিশ্বজিৎ বৈদ্য নামে তিন জন মৎসজীবী সুন্দরবনে মাছ এবং কাঁকড়া ধরতে গিয়েছিল।
আরও পড়ুন: চিকিৎসার জন্য ভারতের বিকল্প খুঁজে পেলেন বাংলাদেশিরা, দলে দলে যাচ্ছেন সেই দেশে
শুক্রবার তাঁরা যখন মাছ ধরছিলেন চোরাগাছি খালে, সেই সময়ে হঠাৎ একটি বাঘ লাফিয়ে তাঁদের নৌকায় উপর ঝাঁপিয়ে গণেশ কাহারের ঘাড়ে কামড় দিয়ে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই সময় ওপর দুই সঙ্গী কাছে থাকা লাঠি দিয়ে বাঘের সাথে এক প্রকার লড়াই করে তাঁকে উদ্ধার করে।
advertisement
এরপর মৎস্যজীবীরা গণেশকে উদ্ধার করে ছোটমোল্লাখালি প্রাথমিক সু-স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। শুক্রবার রাতে মৃত মৎসজীবীর দেহ উদ্ধার করে সুন্দরবন কোস্টাল থানার। দেহটি শনিবার সকালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।