দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, সপ্তাহে চারদিন শুক্র, শনি, রবি ও সোমবার কাণ্ডারি এক্সপ্রেস সামার স্পেশ্যাল হিসেবে হাওড়া থেকে দিঘা এবং দিঘা থেকে হাওড়া চালানো হবে। রেল সূত্রে জানা গিয়েছে, মূলত দিঘা যাওয়ার জন্য চালু করা হয়েছে এই সামার স্পেশ্যাল ট্রেন। গরমের ছুটিতে যাতে পর্যটকদের চাপ সামাল দেওয়া যায়, তাই এই উদ্যোগ নেওয়া হয়েছে রেলের তরফে।
advertisement
আরও পড়ুন: আম নয়, শুধু পাতা বিক্রি করেই লক্ষ লক্ষ টাকা আয় কৃষকের! কীভাবে জানেন?
সপ্তাহে চারদিন শুক্র, শনি, রবি ও সোমবার কাণ্ডারি এক্সপ্রেস সামার স্পেশ্যাল হিসেবে হাওড়া থেকে দিঘা এবং দিঘা থেকে হাওড়া চালানো হবে। ট্রেন ছাড়বে দুপুর নাগাদ, পৌঁছে যাবে সন্ধ্যার মধ্যেই।
প্রসঙ্গত, ২৯ এপ্রিল থেকে ৩ জুন পর্যন্ত প্রতি শুক্রবার কলকাতা স্টেশন থেকে একটি বিশেষ ট্রেন নিউ জলপাইগুড়ি পর্যন্ত যাবে। যাত্রীদের অতিরিক্ত ভিড় সামাল দিতে হাওড়া-নিউ জলপাইগুড়ি স্পেশ্যাল ট্রেন চালু করেছে ভারতীয় রেল।