আজ, রবিবার কাঁথির বাড়ির লক্ষ্মীপুজোতে সুকান্ত মজুমদারকে আমন্ত্রণ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। সেই আমন্ত্রণ পেয়েই শান্তিকুঞ্জে আসেন সুকান্ত মজুমদার। বিশেষ সূত্রের খবর, শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর জন্য ধুতি পাঞ্জাবি কেনার পাশাপাশি শুভেন্দু অধিকারীর মায়ের জন্য সুকান্ত মজুমদার কিনেছেন শাড়িও। এই প্রথমবার শান্তিকুঞ্জে আসেন সুকান্ত মজুমদার। আর সুকান্ত মজুমদারের শান্তিকুঞ্জে যাওয়া নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা। যদিও এই সফরকে ঘিরে কোনও রাজনৈতিক জল্পনা নেই। অধিকারী বাড়ির প্রাচীন লক্ষ্মী পুজোয় আমন্ত্রণ পেয়েই তিনি শান্তিকুঞ্জে যাচ্ছেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সুকান্ত মজুমদার।
advertisement
আরও পড়ুন- মেয়ের মায়ের সঙ্গেও ছিল ঘনিষ্ঠতা ! ত্রিকোণ সম্পর্কের জেরেই কি খুন অয়ন ?
গত বিধানসভা ভোটের সময় শিশির অধিকারীর সঙ্গে শান্তিকুঞ্জে গিয়ে দেখা করেছিলেন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। ভোট মিটতেই বর্তমানে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও গিয়েছিলেন শান্তিকুঞ্জে শিশির অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করতে। তবে সেই সময় প্রত্যেকেই জানিয়েছিলেন এটা সৌজন্য সাক্ষাৎ। আর আজ লক্ষ্মী পুজোর আবহে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের শান্তিকুঞ্জে যাওয়া নিয়েও রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। যদিও সুকান্ত মজুমদারের শিবির দাবি করছে, ‘‘এটা নিছকই অধিকারী বাড়ির পুজোর আমন্ত্রণ রক্ষা এবং শিশির অধিকারী ও পরিবারের অন্যান্যদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।’’
শিশির অধিকারী, খাতায় কলমে তিনি এখনও তৃণমূলের টিকিটে জেতা সাংসদ। এই শান্তিকুঞ্জে আরও এক সাংসদ রয়েছেন যিনিও তৃণমূলের টিকিটে জেতা। তিনি হলেন দিব্যেন্দু অধিকারী। শান্তিকুঞ্জের বাসিন্দা শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই সৌমেন্দু অধিকারী বর্তমানে বিজেপি শিবিরে থাকলেও শান্তিকুঞ্জের আরও দই বাসিন্দা শিশির অধিকারী কিংবা দিব্যেন্দু অধিকারী আনুষ্ঠানিকভাবে দলবদল না করলেও, বিজেপির কোনও রাজনৈতিক কর্মসূচিতে দেখা না গেলেও তাঁদের সঙ্গে গেরুয়া শিবিরের সম্পর্ক নিয়ে জল্পনা দীর্ঘদিনের। এই প্রেক্ষাপটে আজ, রবিবার বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের শান্তিকুঞ্জে যাওয়া নিয়ে জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক শিবিরে।