গতবার উনি হেরেও যান। এরপরই অন্য কিছু হয়ত ভাবেন। খুব ট্র্যাডিশনাল ভাবে উনি তৃণমূল কংগ্রেস বা কংগ্রেসের লোক নন।
বিজেপির রথযাত্রা এখন এই বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের অন্যতম আলোচ্য বিষয় হয়ে উঠেছে। পরিবর্তন যাত্রা এই রাজ্যে আসন্ন বিধানসভা নির্বাচনে ভালো প্রভাব ফেলবে বলে আশা করছে বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। এ ব্যাপারে সুব্রত মুখোপাধ্যায় মন্তব্য, ভোটের আগে রথ, উড়োজাহাজ সবকিছুই আসছে। কিন্তু আমাদের এখানে ওরা সবাই ফরেনার।
advertisement
বিদেশিদের হাতে আমাদের দেশ বারে বারেই আক্রান্ত হয়েছে। কিন্তু কখনও তারা জয়লাভ করতে পারেনি। এবারেও পারবে না।
বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই এরাজ্যে তৎপরতা বাড়াচ্ছে সিপিএম সহ বামেরা। পথে দেখা যাচ্ছে বামেদের। বামেদের আন্দোলন প্রসঙ্গে মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায় বলেন, বামেরা চেষ্টা করছে ফিরে আসার কিন্তু সেই চেষ্টা শান্তিপূর্ণভাবে করলে খুশি হব। তিনি বলেন,ওদের অনেক ভোট বিজেপিতে চলে যাওয়ার জন্য বিজেপি গতবার অনেকগুলো সাংসদ পেয়েছিল।
সেই ভোটগুলো যদি ওদের কাছে ফিরে আসে তাহলে আমরা খুশি হবো। সিপিএমের ভোট বাড়লে আখেরে যে তাতে লাভবান হবে তৃণমূল কংগ্রেস তা বুঝিয়ে দিলেন প্রবীণ মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এদিন রায়নায় সরস্বতী পুজোর উদ্বোধনে এসেছিলেন তিনি। সরস্বতী পুজোর উদ্বোধন করার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রাজ্য রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে মতামত ব্যক্ত করেন তিনি।
Saradindu Ghosh